For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধঘণ্টা চিতা বাঘের সঙ্গে লড়াই করে ৪ বছরের মেয়েকে প্রাণে বাঁচাল মা

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ৯ ডিসেম্বর : ভগবানের পক্ষ্যে সর্বত্র বিরাজ করা সম্ভব নয়। তাই পৃথিবীতে আমাদের রক্ষাকর্তা হিসাবে 'মা'-নামে একজনের অস্তিত্ব রয়েছে। মা যেভাবে সব বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন, সেটা দেখলেই বোঝা যায়, তা ভগবানের রূপ ছাড়া আর কিছু নয়। [ভাইরাল ভিডিও : হাড়িতে মুখ আটকে ঘুরে বেড়াচ্ছে চিতা]

লখনৌয়ের ফুলমতি নামের মাঝবয়সী মহিলাও তাঁর সন্তানের কাছে রীতিমতো রক্ষাকর্তা হয়ে উঠলেন। চিতাবাঘের থাবা থেকে জীবন্ত বাঁচিয়ে নিয়ে এলেন নিজের চার বছরের মেয়েকে।

আধঘণ্টা চিতা বাঘের সঙ্গে লড়ে ৪ বছরের মেয়েকে প্রাণে বাঁচাল মা

ঘটনা হল, কাতারনিয়াঘাট অভয়ারণ্যের পাশে মতিপুর গ্রামে থাকেন ফুলমতি। রবিবার সকালে নিজের দুই মেয়ে গুড়িয়া ও রিচাকে নিয়ে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

হঠাৎই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ আক্রমণ করে বসে। বাচ্চাদের মধ্যে একটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই দেখে প্রথমে চেঁচিয়ে গ্রামবাসীদের জড়ো করার চেষ্টা করেন ফুলমতি। তবে সাতসকালে ঘটনা ঘটায় গ্রামবাসীরা কেউ টের পায়নি।

এমন অবস্থা দেখে সময় নষ্ট না করে নিজেই মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ফুলমতি। পাথর ছুঁড়ে ছুঁড়ে চিতাবাঘটিকে মেয়েদের কাছে ঘেঁষতে দেননি তিনি। প্রায় আধঘণ্টা এমন চলার পরে গ্রামবাসীরা এসে জড়ো হয় এবং মা ও দুই মেয়েকে উদ্ধার করে।

ফুলমতি ও মেয়ের সামান্য চোট লেগেছে। তবে দুজনেই নিরাপদ রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় বনদফতরের আধিকারিকদের বারবার জানানো হয়েছিল যে একটি চিতাবাঘ বন থেকে বেরিয়ে এসেছে। তবে তাতে বনদফতর কর্ণপাত করেনি। সেজন্যই এমন ঘটনা ঘটেছে।

English summary
Mother fights leopard; saves her 4-year-old daughter from his claws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X