For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক দিবসেই বড় ঘোষণা মোদীর! PM-SHRI Yojana-তে কীভাবে উপকৃত হবেন?

আগামী দিনে সারাদেশের স্কুলগুলোর চিত্র পাল্টে যেতে চলেছে। শিক্ষক দিবসে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। PM-SHRI যোজনার মাধ্যমে স্কুলগুলিকে একেবারে ঢেলে সাজানো হবে। সোশ্যাল মিডিয়াতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ন

  • |
Google Oneindia Bengali News

আগামী দিনে সারাদেশের স্কুলগুলোর চিত্র পাল্টে যেতে চলেছে। শিক্ষক দিবসে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। PM-SHRI যোজনার মাধ্যমে স্কুলগুলিকে একেবারে ঢেলে সাজানো হবে। সোশ্যাল মিডিয়াতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে দেশের 14500 টি স্কুলকে আধুনিক স্তরে আপগ্রেড করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় বড়সড় পদক্ষেপ হবে বলেই মনে করছেন শিক্ষামহল।

PM-SHRI প্রকল্পের অধীনে স্কুলগুলিকে উন্নত এবং আপগ্রেড করা হবে

PM-SHRI প্রকল্পের অধীনে স্কুলগুলিকে উন্নত এবং আপগ্রেড করা হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অফিসিয়াল টুইটার থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (PM-SHRI) স্কিমের অধীনে, সারা দেশে 14,500টি স্কুলকে উন্নত, আপগ্রেড করা হবে। অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানাচ্ছেন, রাষ্ট্রীয় শিক্ষা নীতিকে মাথায় রেখে PM-SHRI যোজনার মাধ্যমে স্কুলগুলি সম্পূর্ণ ভাবে আধুনিক এবনবগ একেবারে মডেল স্কুলে পরিণত করা হবে বলে উল্লেখ তাঁর। PM-SHRI স্কুলগুলি শিক্ষা প্রদানের একটি আধুনিক, রূপান্তরমূলক এবং সামগ্রিক পদ্ধতি অনুসরণ করবে বলেও জানানো হয়েছে।

PM-SHRI Yojana আসলে কি?

PM-SHRI Yojana আসলে কি?

কেন্দ্র পরিকল্পনা করেছে তৈরি করা হবে PM-SHRI স্কুল। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় শিক্ষা নীতি যাতে পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যেও এই স্কুল তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। কার্যত শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আনতেই একেবারে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, মূলত উদ্ভাবনি শিক্ষার উপরেই জোর দেওয়া হবে। যে পড়াশুনা থেকে প্রকৃত শিক্ষালাভ করা যায় তাতেই থাকবে গুরুত্ব। সেই শিক্ষা ব্যবস্থাতে থাকবে স্মার্ট এবং ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক প্রযুক্তি, খেলাসধুলোর ব্যবস্থা থেকে আরও অত্যাসধুনিক ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে। এই যোজনা কার্যকর করা হলে কয়েক লাখ পড়ুয়া উপক্রিত হবে বলে মনে করা হচ্ছে।

নতুন জাতীয় শিক্ষানীতির প্রশংসা

নতুন জাতীয় শিক্ষানীতির প্রশংসা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতি বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই বদলে দিয়েছে। আগামিদিনে PM-SHRI Yojana মাধ্যমে আরও বেশি অগ্রগতি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। পাশাপাসি নতুন জাতীয় শিক্ষানীতি প্রশংসাও করেন তিনি। বলে রাখা প্রয়োজন, এমন ধরণের স্কুলের কথা চলতি বছরের শুরুতেই জানিয়েছিলেন ধরমেন্দ্র প্রধান। এই শিক্ষা ব্যবস্থাতে প্রাক স্কুল থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনা করা যাবে বলেই জানা যাচ্ছে। শিশুদের জন্যে বিশেষ করে ব্যবস্থা, ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষকদের প্রশিক্ষণ সবটাই এই যোজনার মাধ্যমে করা হবে। এমনকি অ্যাডাল্ট এডুকেশনকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে এই ব্যবস্থাতে মাতৃভাষায় পড়াশুনাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

English summary
Modi announced PM SHRI yojana to transform education system Know About PM-SHRI Yojana In Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X