For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুনিয়াকে ইন্টারনেটের পাঠ পড়িয়ে চিরবিশ্রামে চলল আই-ই

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৯ মার্চ : টানা দু'দশক সার্ভিস দেওয়ার পর এবার চিরকালীন বিশ্রামে যেতে চলেছে আই-ই (ইন্টারনেট এক্সপ্লোরার)।

ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করেই ওয়েবমুখো হয়েছে আপামর বিশ্ববাসী। কিন্তু মোজিলা, গুগল ক্রোমের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার বেশ কিছু জায়গায় পিছিয়ে পড়তে শুরু করে কারণ দেখা যায়, অনেক নতুন কোড এতে সার্পোট করেনি। ফলে যত দিন গিয়েছে, অন্য ইন্টারনেট ব্রাউজারগুলি ক্রমেই টেক্কা দিয়ে গিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারকে।

দুনিয়াকে ইন্টারনেটের পাঠ পড়িয়ে চিরবিশ্রামে চলল ইন্টারনেট এক্সপ্লোরার


আই-ই এর বিদায় প্রসঙ্গে মাইক্রোসফটের মার্কেটিং প্রধান ক্রিস কাপোসেলা জানিয়েছেন, নতুন নামের নতুন ওয়েব ব্রাউজার নিয়ে আসবেন তাঁরা। নতুন নাম, নতুন ব্র্যান্ড যা টেক্কা দিতে পারবে অন্যান্য ব্রাউজারকে। তবে মাইক্রোসফটের নতুন ব্রাউজারে নাম কী হবে তা জানাননি তিনি।

১৯৯৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরার যখন বাজারে আসে তখন এটি কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল নেটস্ক্যাপ নেভিগেটরকে। একবছরের মধ্যেই বিল গেটসের ইন্টারনেট এক্সপ্লোরার বাজারের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল নেটস্ক্যাপ নেভিগেটরকে। আর এভাবেই যাত্রা শুরু হয়েছিল আই-ই এর।

প্রথমে যখন আই-ই (ইন্টারনেট এক্সপ্লোরার) বাজারে ছাড়া হয় তখন এটিকে কিনতে হত। কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন ব্রাউজার বাজারে নিজের আধিপত্য বিস্তারের জন্য নতুন বানিজ্যিক রণকৌশল ঠিক করে। যার সূত্র ধরে আই-ই কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিনামূল্যে জুড়ে দেওয়া হয়। আর এরপর থেকেই শুরু হয় আই-ই এর উত্থান। আই-ই ৬ বাজারের আধিপত্য ধরে রেখেছিল বহু বছর। পরবর্তীকালে মোজিলা ফায়ারফক্স বাজারে আসার পর এক্সপ্লোরারের একক আধিপত্যে চিড় ধরে।

English summary
Microsoft kills off Internet Explorer in move to regain a stake in Web 3.0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X