জম্মু-কাশ্মীরের ‘রাজ্য’ তকমা বিলুপ্তিতে মোদী সরকারকে কঠোর নিশানা মনমোহনের
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ফের সমালোচনা করলেন বর্তমান মোদী সরকারের। সোমবার তিনি 'রাজ্যের বিলুপ্তি এবং তাদের কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর' নিয়ে তোপ দাগেন এনডিএ সরকারকে। তিনি এই সিদ্ধান্তকে সুদূরপ্রসারী পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন এবং এই জাতীয় কঠোর পদক্ষেপ নেওয়ার আগে রাজ্যসভায় পরামর্শ করা উচিত ছিল বলে জানিয়েছেন।

সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এটা একটা 'উচ্চতর আবেগে'র বিষয়। তা নিয়ে যাতে আইন যাতে পাস না হয়, তা নিশ্চিত করা সংসদের উচ্চকক্ষের কর্তব্য বলে তিনি মনে করেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান সরকারে একাধিক পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনা করা উচিত। আমার প্রস্তাব, রাজ্যসভায় কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য সময় বের করা হোক। দেশের স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও বিতর্ক হওয়া উচিত।
উল্লেখ্য, এদিন সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়। জম্মু-কাশ্মীর থেক ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর এটাই প্রথম অধিবেশন। এই অধিবেশন তাই বিভিন্ন বিষয়ে উত্তাল হতে চলেছে। সেখানে যেমন কাশ্মীর-উত্তেজনা একটা বিষয়, সেইসঙ্গে নাগরিক বিল, চিটফান্ড বিলের মতে বিতর্কিত অনেক ইস্যু রয়েছে।
মহারাষ্ট্রে জোট বেঁধে সরকার গড়ুক বিজেপি-কংগ্রেস, নয়া প্রস্তাব কুমারস্বামীর