For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র ঘিরে করোনার জেরে উদ্বেগ বাড়তেই ৩১ মার্চ পর্যন্ত নয়া বিধি লাগু

  • |
Google Oneindia Bengali News

করোনা গ্রাফ দুরন্ত গতিতে বেড়ে চলেছে দেশজুড়ে। বহুদিন বাদে করোনার জেরে ফের একবার দৈনিক ২৬ হাজারের গণ্ডি পার হতে শুরু করেছে করোনা। এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র।

মহারাষ্ট্র ঘিরে করোনার জেরে উদ্বেগ বাড়তেই ৩১ মার্চ পর্যন্ত নয়া বিধি লাগু

এই পরিস্থিতিতে সামাজিক জমায়েতের ক্ষেত্রে বিধি নিষেধ লাগু করা হয়েছে। উদ্ধব ঠাকরে শাসিত রাজ্যে সিনেমা হল , হোটেল, রেস্তোরাঁয় ৫০ শতাংশের মতো জমায়েত বৈধ আপাতত। কোনও এলাকায় মাস্ক না পের কেউ যাতায়াত করছে , দেখলেই তাঁকে রেস্তোরাঁ বা পাবলিক প্লেসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে উদ্ধব সরকার। যে সিনেমা হল, রেস্তোরাঁগুলি এই নিয়ম মানবে না, তাদের সিনেমা হল বা রেস্তোরাঁ বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, যে সমস্ত জায়গায় হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেখানে কর্তৃপক্ষকে আগত মানুষদের মাস্ক পরা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও সামাজিক , ধর্মীয় , রাজনৈতিক , সাংস্কৃতিক সমস্ত ধরনের জমায়েতের ওপর বিধি আরোপিত হয়েছে। বিয়ের ক্ষেত্রে ৫০ জনের বেশি প্রবশাধিকার নিষিদ্ধ করা হয়েছে মহারাষ্ট্রে। এদিকে, উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১৭ মার্চ বৈঠকের আহ্বান জানিয়েছেন।

English summary
Maharashtra re-imposes Covid-19 restrictions till March 31 new rule imposed for social gathering
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X