For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকার ম্যাগি-তে আপত্তিকর কিছু পায়নি : মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ জুন : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার উপলক্ষ্য বহুজাতিক সংস্থা নেসলের প্রোডাক্ট ম্যাগিকে নিয়ে।

সারা দেশে ম্যাগি তৈরি ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকী কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা দপ্তর নেসলেকে ম্যাগি বিতর্কে শোকজও করেছে। সেখানে কিছুটা ভিন্ন মত পোষণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার ম্যাগি-তে আপত্তিকর কিছু পায়নি : মুখ্যমন্ত্রী


এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ম্যাগির যে স্যাম্পল পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল তাতে ক্ষতিকারক কিছু মেলেনি। ফলে কেন্দ্রের সরকারি নির্দেশিকা রাজ্যের কাছে এসে পৌঁছলেও যেহেতু রাজ্যের ল্যাবরেটরিতে ক্ষতিকর কিছু মেলেনি ফলে কেন্দ্র ম্যাগিকে নিয়ে ব্যবস্থা নিলেও রাজ্য সরকার স্বতপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেবে না।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ম্যাগি নিয়ে পরীক্ষানিরীক্ষা আপাতত চলবে। তবে যেহেতু রাজ্য নিজে কোনও পরীক্ষায় কিছু পায়নি ফলে রাজ্য আলাদা করে কোনও ব্যবস্থা নেবে না।

প্রসঙ্গত, ম্যাগির মধ্যে অতিমাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি ও সীসার উপস্থিতি ঘিরে সম্প্রতি চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। সরকারি নজরদারিতে চলে আসে নেসলে ইন্ডিয়ার ম্যাগি নুডলস। বিভিন্ন রাজ্যে নমুনা পরীক্ষার পর ৫ রাজ্যে নিষিদ্ধ করা হয় ম্যাগি। এরপরই গতকাল রাতে ম্যাগি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নেসলে।

English summary
Maggi controversy : West Bengal will not take action against Maggi says CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X