For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেনায় হাবুডুবু সরকার, একতা বৃদ্ধিতে মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ধর্মগুরুর অতিকায় মূর্তি

দেনায় হাবুডুবু সরকার, একতা বৃদ্ধিতে মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ধর্মগুরুর অতিকায় মূর্তি

Google Oneindia Bengali News

দেনায় ডুবে রয়েছে রাজ্য। এর মধ্যেই বিপুল অর্থ খরচ করে ধর্মগুরু শঙ্করাচার্যের মূর্তি বানাচ্ছে মধ্যপ্রদেশ সরকার। দেনা এবং মূর্তি তৈরির খরচ শুনলে চক্ষু চরক গাছ হবে। তারপরেও ১০৮ ফুট উঁচু মূর্তি বসাচ্ছে শিবরাজ সিংয়ের সরকার।

কত খরচ হচ্ছে মূর্তি তৈরিতে

জানা গিয়েছে ২ হাজার কোটি টাকা খরচ করে ধর্মগুরু শঙ্করাচার্যের মূর্তি বানাচ্ছে শিবরাজ সিং চৌহানের সরকার।তৈরি হবে আন্তর্জাতিক মানের একটি মিউজিয়ামে। এর জন্য গত সপ্তাহে সরকার বৈঠক করে একতা ন্যাসের সঙ্গে। আলোচনা হয় মূর্তি প্রতিষ্ঠা নিয়ে।

কেন তৈরি করা হবে এই মূর্তি?

কেন তৈরি করা হবে এই মূর্তি?

এই প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'শঙ্করাচার্যের যে মূর্তিটি তৈরি হবে সেটিতে নানা ধরনের ধাতু থাকবে।' তিনি মনে করছেন এই মূর্তি এবং মিউজিয়ামে মধ্যপ্রদেশকে বিশেষ পরিচয় দেবে। বিশ্বের বন্দিত হবে ভারতের এই রাজ্য। বল্লবভাই প্যাটেলের মতো এই মুর্তিরও নাম রাখা হবে। গুজরাটের ওই মূর্তির নাম 'স্ট্যাচু ও ইউনিটি'। শঙ্করাচার্যের মূর্তির নাম হবে 'স্ট্যাচু অফ ওয়াননেস'। মান্ধাতা পাহাড়ের উপর ৫৪ ফুট উঁচু বেদি তৈরি হবে। তার উপরে বসবে শঙ্করাচার্যের মূর্তি। গড়ে তোলা হবে আচার্য শংকর অদ্বৈত বেদান্ত সংস্থান। এটি তৈরি হবে ১০ হেক্টর জমি নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন, ওমকরেশ্বরের ওই মূর্তি মানুষকে বেদান্তের প্রতি আগ্রহ তৈরি করবে। শঙ্করাচার্য সারা বিশ্বকে একটি পরিবারের মতো দেখতেন। সেই বার্তাও পৌঁছাবে এই মূর্তি তৈরির মাধ্যমে। একতা ন্যাস আমাদের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী কাজ এগিয়েছে।

মূর্তি তৈরির বিরোধিতায় কংগ্রেস

মূর্তি তৈরির বিরোধিতায় কংগ্রেস

এদিকে কংগ্রেস এই মূর্তি তৈরির বিরোধিতা করেছে। তাদের সাফ যুক্তি, রাজ্যের প্রচুর দেনা রয়েছে। তার মাঝে কেন তৈরি হচ্ছে এই বিপুল অর্থ খরচ করে এই মূর্তি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

ঘটনা হল , মধ্যপ্রদেশ সরকারের ঋণ রাজ্য বাজেটের চেয়ে বেশি। হিসেব বলছে রাজ্যের বাজেট ২ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। ঋণ ২ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা। আর মূর্তি তৈরিতে খরচ হবে ২হাজার কোটি টাকা। এমন অবস্থায় কোন যুক্তিতে এই মূর্তি তৈরি নিয়ে মেতে রয়েছে রাজ্য তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি বলেছেন। এমনিতেই ২লক্ষ ৫৬ হাজার কোটির ঋণ করে বসে রয়েছে সরকার। আরও ৪৮ হাজার কোটি ঋণ নেবে সরকার। রাজ্যের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। এ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিৎ রাজ্যের। সে সব না করে বিশাল মূর্তি তৈরির কথা বলছে সরকার। কীভাবে এমনটা করা হচ্ছে তা নিয়েই প্ৰশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।

English summary
huge statue of Shankaracharya to make by of MP government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X