For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ এপ্রিল থেকে যে যে জিনিসের দাম বাড়ল-কমল

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ এপ্রিল : চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০১৫ পেশ করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রীর সেই সব প্রস্তাবনা চলতি আর্থিক বছরে ১ এপ্রিল থেকে কার্যকরী হয়েছে। এই প্রস্তাবনা কার্যকর হওয়ার ফলে কিছু জিনিসের দাম বেড়েছে, কিছু ক্ষেত্রে কমেছে।

আসুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে খরচ বাড়ল আর কোন ক্ষেত্রে খরচ কমল।

যে যে ক্ষেত্রে খরচ বাড়ল

১ এপ্রিল থেকে যে যে জিনিসের দাম বাড়ল-কমল

১. রেস্তোরাঁয়ায় খাওয়ার ক্ষেত্রে

কেন্দ্রীয় বাজেটে পরিষেবা কর বা 'সার্ভিস ট্যাক্স'-এর পরিমাণ ১২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। এর ফলে রেস্তোরাঁয়ায় খাবার বিলে পরিষেবা কর বৃদ্ধি পাবে। যার কারণে খাবারের দাম এক থাকলেও রেস্তোরাঁয় খেতে গেলে আপনার পকেট থেকে খসবে আগের চেয়ে বেশি টাকা

২. নির্মীয়মান সম্পত্তি কেনার ক্ষেত্রে

ফলে নির্মীয়মান সম্পত্তি কেনার ক্ষেত্রে নির্মাণ কর্তৃপক্ষ বা বিল্ডার আপনাকে পরিষেবা প্রদান করছে। পরিষেবা কর ১২.৩৬ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ বেড়ে দাঁড়ানোয় নির্মাণের ক্ষেত্রে পরিষেবা কর বৃদ্ধি পাবে। যদিও এটি শুধুমাত্র নির্মাণের খরচ থাকলে তবেই যুক্ত হবে সামগ্রিক সম্পত্তির ক্ষেত্রে নয়।

৩. মোবাইল ফোনের বিলের ক্ষেত্রে

মোবাইল বিলের ক্ষেত্রেও পরিষেবা কর ১৪ শতাংশ ধরা হবে। যা আগে ১২.৩৬ শতাংশ ছিল। ফলে মোবাইলের বিলের ক্ষেত্রে খরচও বাড়বে।

৪. সিগারেট

আপনার যদি ধুমপানের অভ্যাস থাকে তবে তা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ আবগারি শুল্প বৃদ্ধি পাওয়ায় সিগারেটের দাম মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে। ১ এপ্রিল থেকে তা কার্যকরও হয়েছে।

৫. সিমেন্ট

সিমেন্টের উপর আবগারী শুল্ক বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ছে সিমেন্টেরও। ফলে বাড়ি তৈরি করাতে গেলে বা সিমেন্টের কোনও কাজ করাতে গেলেও খরচ পড়বে আগের থেকে বেশি।

৬. আমদানিকৃত বাণিজ্যিক গাড়ি

ব্যক্তিগত ক্ষেত্রে এর প্রভাব না পড়লেও আপনি যদি ব্যবসায়ী হন এবং ব্যাবসার কারণে বাণিজ্যিক গাড়ি বাইরে থেকে আমদানি করেন, সেক্ষেত্রে ট্যাঁক থেকে খসবে মোটা টাকা। কারণ এই ধরণের যানবাহন বা গাড়ির ক্ষেত্রে আমদানি শুল্ক ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

৭. বিমানের টিকিট

পরিষেবা কর বৃদ্ধি পাওয়ার ফলে আপনার বিমান সফরের খরচ আরও বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে রেলওয়ে প্ল্যাটফর্মের টিকিট, তৃতীয় পক্ষ বিমা প্রিমিয়ামও।


যে যে জিনিসের দাম কমল

১. চামড়ার জুতো

১০০০ টাকা মূল্যের (প্রতি জোড়ার ক্ষেত্রে) বেশি দামের চামড়ার জুতো যদি আপনি কেনেন তাহলে তা আগের তুলনায় কম দাম পড়বে। কারণ এক্ষেত্রে শুল্ক অনেকটাই কমানো হয়েছে। যদি প্রস্তুতকারকরা বিক্রিক ক্ষেত্রে দাম না কমায় তাহলে তাদের এবিষয়ে প্রশ্ন করুন।

২. এলইডি, এলসিডি প্যানেল

মেক ইন ইন্ডিয়া ভাবনার বাস্তবায়নের কথা মাথায় রেখে ভারতে তৈরি মোবাইল ফোন (আদৌ কটা রয়েছে বাজারে তা অবশ্য আমাদের জানা নেই), এলইডি/এলসিডি প্যানেল, এলইডি লাইট, এলইডি ল্যাম্পের দাম কম করা হয়েছে।

৩. ইস্পাত দ্রব্যাদি

ইস্পাতজাত দ্রব্যের ক্ষেত্রে আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় সংস্থাগুলি যদি দাম কম করে তাহলে ইস্পাতজাত দ্রব্য কেনার ক্ষেত্রে কম খরচ পড়বে। যা আপনার পকেটের জন্য অত্যন্ত ভাল খবর।

৪. অন্যান্য

পেসমেকার, অ্যাম্বুল্যান্স এবং অ্যাম্বুল্যান্, পরিষেবা, কম্পিউটার টেবিল, ধূপ, মাইক্রোওভেন, রেফ্রিজারেটর কম্প্রেসর, পিনাট বাটার, প্যাকেট করা ফল এবং সব্জি।

English summary
List of Items Getting Costlier and Cheaper from April 1, 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X