For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও বড় বড় সাইক্লোন আসছে ভারতের দিকে, সমুদ্রের উত্তাপ বৃদ্ধি নিয়ে উদ্বেগের কথা শোনাল IPCC

আরও বড় বড় সাইক্লোন আসছে ভারতের দিকে, সমুদ্রের উত্তাপ বৃদ্ধি নিয়ে উদ্বেগের কথা শোনাল IPCC

Google Oneindia Bengali News

একের পর এক বড় ঝঞ্ঝা সামাল গিতে হচ্ছে ভারতকে। আয়লা, ফনী, আম্ফান থেকে শুরু করে ইয়াস। বড় বড় সাইক্লোনের দাপটে বিধ্বস্ত ভারতের একাধিক উপকূল। আর এর কারণ লুকিেয় রয়েেছ সেই সমুদ্রেই। আইপিসিসির রিপোর্ট বলছে ভারত মহাসাগরের উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। সেই তাপমাত্রা বৃদ্ধি উগ্বেগ বাড়িয়েছে গবেষকদেরও। আবহাওয়া বিদরা এই তাপমাত্রা বৃদ্ধির রিপোর্ট নিয়ে রীতিমত শঙ্কিত। অর্থাৎ আরও বড় ইয়াস, ফনী, আম্ফান, আয়লার সম্মুখীন হতে হবে ভারতরে। ঝড়ের ধাক্কা সামলাতে হবে কলকাতা এবং মুম্বইকে। কয়েক দিন আগেই আবহাওয়া বিদরা জানিয়েছিলেন আন্টার্কটিকার হিমবাহ গলতে শুরু করেছে। সেই আশঙ্কা সত্যি হতে চলেছে। জলস্তর বাড়তে শুরু করেছে।

তাপমাত্রা বাড়ছে সমুদ্রের

তাপমাত্রা বাড়ছে সমুদ্রের

সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। এবং সেই তাপমাত্রা বৃদ্ধি আরও দ্রুত গতিতে হচ্ছে ভারত মহাসাগরের। ভারতের উপকূলে যে ঘনিয়ে আসছে বিপদ তা আগেই আঁচ করতে পেরেছেন আবহাওয়া বিদরা। তাঁরা জানিয়েছেন ভারত মহাসাগরের তাপমাত্রা হু হু করে বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধি যে ভয়ঙ্কর হতে চলেছে আগামি দিনে তার পূর্বাভাস দিয়েছেন তাঁরা। গত কয়েক বছরে পৃথিবীর উত্তাপ অনেকটাও বেড়েছে। কিন্তু যে হারে সমুদ্রের উত্তাপ বাড়ছে তা অত্যন্ত শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের উত্তাপ বাড়লে একের পর এক বিপর্যয় আছড়ে পড়বে ভূখণ্ডে। ভারত মহাসাগরের উত্তাপ বৃদ্ধির কারণে ভারতের প্রবল বিপর্যয় ঘনিয়ে আসছে তাতে কোনও সন্দেহ নেই।

কোন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারত

কোন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারত

সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে একের পর এক বড় ঘূর্ণিঝড়, সাইক্লোনের ধাক্কা সামলাতে হবে ভারতকে। যদিও গত কয়েক বছরে েই ধরনের বড় বড় ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের প্রবণতা অনেকটাই বেড়েছে। আয়লা, ফনী, আম্ফান, ইয়াস পর পর বড় ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলেছে ভারতের উপকূলবর্তী বড় শহরগুলো। আয়লা আছড়ে পড়েছিল বাংলায়। ফনী দাপট দেখিয়েছে ওড়িশায়। আবার আম্ফান বয়ে গিয়েছে শহর কলকাতার উপর দিয়ে। ইয়াস আছড়ে পড়েছে ওড়িশা এবং বাংলা উপকূলে। তছনচ করে দিয়ে গিয়েছে একের পর এক এলাকা। এই ধরনের ঘূর্ণিঝড় আগামীদিনে আরও বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। যার অন্যতম কারণ সমুদ্রের উত্তাপ বৃদ্ধি। সমুদ্রের উত্তাপ আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।

বাড়ছে সমুদ্রের জলস্তর

বাড়ছে সমুদ্রের জলস্তর

সমুদ্রের উত্তাপ বৃদ্ধিই কেবল নয় আবহাওয়া বিদরা জানিয়েছেন জলস্তরও বাড়ছে সমুদ্রের। উত্তাপ বৃদ্ধির কারণে গলতে শুরু করেছে হিমবাহ। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল খবর েয আন্টার্কটিকার উত্তাপ বাড়ছে যার কারণে হিমবাহ গলতে শুরু করেছে। সমুদ্রের উত্তাপ যত বাড়বে তত হিমবাহ হলবে। এবং জলস্তর বাড়তে শুরু করবে। যার প্রভাব ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা গুলিতে দেখা দিয়েছে। যার করাণে উপকূলবর্তি শহরগুলিতে জলজমার প্রবণতা বেড়েছে। অল্প বৃষ্টিতেই জলবন্দি হয়ে পড়ছেন শহর কলকাতার মানুষ। সেই জল নামতে সময় লাগছে।একই পরিস্থিতি মুম্বইয়েওও সেখানে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে পড়ছে। জল নামতে বেশ সময় লাগছে। তার কারণ জলস্তর বদ্ধি। সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে জল নামতে সময় লাগছে।

অক্সিজেন কমছে জলে

অক্সিজেন কমছে জলে

আরেকটি উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে। গবেষকরা জানিয়েছেন সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমছে। জল মানেই জীবন। আর সেই জলে অক্সিজেনের মাত্রা কমতে থাকা মানে আরও বিপদ ঘনীয়ে আসা। তার অন্যকম কারণ সমুদ্রে দূষণ বলে জানিয়েছেন গবেষকরা। গোটা বিশ্বেই সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমছে। যার প্রভাব পড়বে বায়ুমণ্ডলে। সেখানেও অক্সিজেনের মাত্রা কমতে শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ মানু সভ্যতার উন্নতির কারণে একাধিক বনাঞ্চল কেটে সেখানে শহর তৈরি করা হয়েছে। গাছ কাটার কারণে কমছে অক্সিজেনের মাত্রা। তার প্রভাবও পড়ছে সমুদ্রে। যেভাবে সুন্দরবনে প্রভাব পড়ছে। অ্যামাজনের জঙ্গল কাটার ফলে প্রভাব পড়ছে বায়ুমণ্ডলে। তার প্রভাব পড়ছে সমুদ্রে। সুমদ্রে হিটওয়েভ বেড়েছে অনেকবেশি। কয়েক মাস আগেই কানাডায় তাপপ্রবাহ লক্ষ্য করা হয়েছিল। তার কয়েক মাসের মধ্যে বিধ্বংসী বন্যা দেখা গিয়েছে ইউরোপে। জার্মানি, বেলজিয়াম যা এতবছরে দেখেনি সেই বিধ্বংসী বন্যার নজির দেখেছে সেখানকার মানুষ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Indian Ocean hit faster,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X