For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে সামিল নৌবাহিনী, মালদ্বীপ ও ইউএই-তে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রওনা দিল ৩টি যুদ্ধজাহাজ

Google Oneindia Bengali News

করোনর জেরে বিশ্বজুড়ে যেই লকডাউন চলছে তাতে বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেই সব ভারতীয়দের দেশে ফেরানোর কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে। আর সেই মতো মঙ্গলবার সকালেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ রওনা দিল মালদ্বীপ ও সংযুক্ত আরব আমীরশাহির উদ্দেশ্যে।

কোন তিন যুদ্ধজাহাজ যাচ্ছে এই অপারেশনে

কোন তিন যুদ্ধজাহাজ যাচ্ছে এই অপারেশনে

এই কাজে নিযুক্ত করা হয়েছে আইএনএস জলস্ব, আইএনএস শার্দূল ও আইএনএস মগরকে। মঙ্গলবার ভোররাতে মুম্বই সৈকত থেকে রওনা হয়েছে আইএনএস জলস্ব ও আইএনএস মগর। আইএনএস জলস্ব যা মূলত পণ্য পরিবহনে ব্যবহার হলেও এখন ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে।

আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে

আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে

অন্যদিকে সাদার্ন ন্যাভাল কমান্ডের অধীনে থাকা আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে। এও জানা গিয়েছে, ফেরার পথে কোচিতে এসেছে পৌঁছবে এই তিনটি জাহাজ। জানা গিয়েছে, এই তিনটি জাহাজ ছাড়াও আরও ১৪টি জাহাজকে এই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে।

নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর

নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর

যে সকল ভারতীয়রা দেশে ফিরতে চাইছেন তাঁদের ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অপারেশনে যাতে নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে চারটি ওয়েস্টার্ন কম্যান্ডে, আরও চারটি ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডে, বাকি তিনটি দক্ষিণ কম্যান্ডে আর কয়েকটি আন্দামান ও নিকোবর কম্যান্ডে রাখা রয়েছে।

প্রস্তুত আরও ১৪টি যুদ্ধজাহাজ

প্রস্তুত আরও ১৪টি যুদ্ধজাহাজ

ভারতীয় বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়া এয়ারক্র্যাফটও পাঠানোর ভাবনায় রয়েছে ভারত। যে সকল ভারতীয়রা নৌবাহিনীর সাহায্যে দেশে ফিরতে চাইছেন তাঁদের জন্য ব্যবহার করা হবে এইগুলি। একসঙ্গে অনেক মানুষকে দেশে ফেরাতে ব্যবহার করা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

English summary
indian navy sends three warships to maldivs and uae to bring back stranded indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X