For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার করাল থাবায় কাবু ভারতীয় অর্থনীতি! চলতি অর্থবর্ষে কতটা কাটতে পারে মন্দার মেঘ ?

করোনার করাল থাবায় কাবু ভারতীয় অর্থনীতি! চলতি অর্থবর্ষে কতটা কাটতে পারে মন্দার মেঘ ?

  • |
Google Oneindia Bengali News

করোনার মারাণ থাবায় কাবু ভারতীয় অর্থনীতি। এদিকে এই সঙ্কটের জেরে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক ঘাটতি কয়েক গুণ বেড়ে গেল বলে জানা যাচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে অদূর ভবিষ্যতেও করোনা ধাক্কা কাটিয়ে উঠত দেশের দীর্ঘ সময় গেলে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

লাগাতার জিডিপি সংকোচনের পূর্বাভাস

লাগাতার জিডিপি সংকোচনের পূর্বাভাস

এদিকে গত কয়েক মাসে একাধিক সমীক্ষায় লাগাতার দেশের জিডিপি সংকোচনের পূর্বাভাস মেলে। সূত্রের খবর, চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে আর্থিক ঘাটতির পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার ছুঁয়েছে বলে খবর। যা বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রার থেকে ৮৩.২ শতাংশ কম বলে জানা যাচ্ছে।

কি বলছে এসবিআইয়ের ইকোব়্যাপ

কি বলছে এসবিআইয়ের ইকোব়্যাপ

এদিকে করোনা পরিস্থিতির জেরে দেশের একাধিক অর্থনৈতিক ক্ষেত্র বড়সড় বিপাকে পড়েছে। এমতাবস্থায় পরিস্থিতিতে চলতি অর্থবর্ষে হালহকিকত ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে একগুচ্ছ তথ্য সামনে আনে এসবিআইয়ের ইকোব়্যাপ। সেখানেও বড়সড় উদ্বেগ দেখা গেছে দেশের জিডিপি সংকোচন হার দেখে। রিপোর্ট বলছে, চলতি আর্থিক বর্ষে ভারতের জিডিপির সংকোচন হারের 'মার্ক' (-)৬.৮ শতাংশ পার করে গিয়েছে।

জিডিপি কমে যেতে পারে ৬ শতাংশের মতো, পূর্বাভাস ডিবিএস-র

জিডিপি কমে যেতে পারে ৬ শতাংশের মতো, পূর্বাভাস ডিবিএস-র

এসবিআইয়ের ইকোব়্যাপ আরও জানাচ্ছে ২০২১ অর্থবর্ষে জিডিপি সংকোচন ২.৬ শতাংশে পৌঁছাতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা এই পরিস্থিতি চলতে থাকলে আরও ভয়াবহ দুর্দিনের সম্মূখীন হতে পারে ভারতীয়রা। এদিকে করোনা লকডাউনের জেরে মার্চ থেকে একাটানা বন্ধ ছিল দেশের সমস্ত শিল্প তালুক। বন্ধ অফিস-কাছারিও। যার জেরে চরম দুরবস্থায় মধ্যে পৌঁছায় দেশের অর্থব্যবস্থা। গতমাসেই সিঙ্গাপুরের ব্রোকারেজ সংস্থা ডিবিএস পূর্বাভাস দিয়েছে, বর্তমান আর্থিক বর্ষে ভারতের জিডিপি কমে যেতে পারে ৬ শতাংশের মতো।

কমছে চাকরি হারানোর পরিমাণ

কমছে চাকরি হারানোর পরিমাণ

এদিকে দ্রুত করোনা সঙ্কট না মিটলে ২০২১ অর্থবর্ষের জুন কোয়ার্টারেও ১৬.৫ শতাংশ জিডিপি সংকোচনের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি (সিএমআইই) তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণে জানিয়েছে লকডাউনের প্রথম তিন মাসের থেকে বর্তমানে অনেকটাই উন্নতি হচ্ছে দেশের অর্থব্যবস্থার। তাদের তথ্য অনুযায়ী করোনার ধাক্কায় এপ্রিলে গোটা দেশে চাকরি হারিয়েছিলেন প্রায় সাড়ে ১২ কোটি মানুষ বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বর্তমানে এই সংখ্যা কমে ১.১ কোটিতে দাড়িয়েছে বলে জানা যাচ্ছে।

নামেই কাজ! ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে নামেই কাজ! ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে

English summary
Indian economy is unlikely to recover normal If the coronavirus epidemic does not end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X