For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় বন্ধ সীমান্ত, কার্তারপুর করিডর নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত উষ্মা প্রকাশ ভারতের

করোনায় বন্ধ সীমান্ত, কার্তারপুর করিডর নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত উষ্মা প্রকাশ ভারতের

Google Oneindia Bengali News

করোনার কারণে দেশের সব সীমান্ত বন্ধ রয়েছে। সীমান্ত পারাপার একেবারেই নিষিদ্ধ। এর মধ্যে আগে থেকে কিছু না জানিয়েই হঠাৎ করে কার্তারপুর করিডর খোলা নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করল ভারত। চুক্তি অনুযায়ী সাতদিন আগে ভারতকে একথা জানানো উচিত ছিল পাকিস্তানের।

চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কার্তারপুর করিডর খোলা নিয়ে সাত দিন আগে ভারতকে জানাতে হত। কিন্তু সেটা না করে মাত্র দুদিন আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানাচ্ছেন কার্তাপুর করিডর খোলার কথা। এতে চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধু তাই নয় করোনা আবহে বন্ধ সীমান্ত পারাপার। তার মধ্যে হঠাৎ করে কার্তারপুর করিডর খোলার সিদ্ধান্ত ঠিক হয়নি।

খুলছে কারতারপুর করিডর

খুলছে কারতারপুর করিডর

করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর ২৯ জুন সোমবার থেকে খুলে যাচ্ছে কারতারপুর করিডর। পাকিস্তানের পক্ষ থেকে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার টুইট করে ইমরান সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 ৫ লাখ ছাড়াল আক্রান্ত

৫ লাখ ছাড়াল আক্রান্ত

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। মাত্র ৬ দিন আগেই করোনা সংক্রমণে ৪ লাখ অতিক্রম করেছিল ভারত। এতো অল্পসময়ের মধ্যে এক লাখের মাত্রা অতিক্রম করায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে গোটা দেশে। ১৮৫৫২ জন সংক্রামিত হয়েছেন একদিনে। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে জানানো হয়েছে।

শুরু হবে আনলক ২

শুরু হবে আনলক ২

করোনা এই চরম পরিস্থিতিতে আনলক ২ শুরু হচ্ছে গোটা দেশে। আরও একাধিক জিনিসে ছাড় দেওয়া শুরু হয়েছে। যদিও গুয়াহাটি আরও ১৪ দিনের লকডাউনের পথে হেঁটেছে। অন্যদিকে একাধিক রাজ্যে শপিং মল দোকান বাজার খুলে দেওয়া হয়েছে। যদিও ১২ অগস্ট পর্যন্ত ট্রেন চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে না আন্তর্জাতিক উড়ানও।

English summary
India says pakistan should inform earlier about kartarpur corridor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X