For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম -এ কারচুপি করেছে বিজেপি! প্রশ্ন শুনতেই এই অঙ্গভঙ্গি করলেন সুব্রহ্মণ্যম স্বামী, দেখুন ছবি

কর্ণাটকে এখন উড়ছে বিজেপি-র বিজয় নিশান। আরও একবার 'মোদী-অমিত' ম্যাজিক দেখল দেশ। কর্ণাটকে কংগ্রেসের শক্ত দূর্গ প্রায় ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি।

Google Oneindia Bengali News

কর্ণাটকে এখন উড়ছে বিজেপি-র বিজয় নিশান। আরও একবার 'মোদী-অমিত' ম্যাজিক দেখল দেশ। কর্ণাটকে কংগ্রেসের শক্ত দূর্গ প্রায় ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি। তবে বার বার কংগ্রসে নেতাদের তরফে বিজেপি-র বিরুদ্ধে উঠছে একাদিক অভিযোগ। এরই মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ইভিএম কারচুপির।

ইভিএম -এ কারচুপি করেছে বিজেপি! প্রশ্ন শুনতেই এই অঙ্গভঙ্গি করলেন সুব্রহ্মমণ্যম স্বামী, দেখুন ছবি

[আরও পড়ুন:ফিকে দুর্নীতির কলঙ্ক, কর্ণাটকে বিজেপিকে জয় এনে দিলেন জেল ফেরত এই বর্ষীয়ান নেতাই][আরও পড়ুন:ফিকে দুর্নীতির কলঙ্ক, কর্ণাটকে বিজেপিকে জয় এনে দিলেন জেল ফেরত এই বর্ষীয়ান নেতাই]

বহু কংগ্রেস নেতার তরফেই ইভিএম কারচুপির অভিযোগ তোলা হয়েছে। এবিষয়ে সরাসরি অভিযোগ গিয়েছে বিজেপি-র বিরুদ্ধে। বেঙ্গালুরু সহ রাজ্যের একাধিক জায়গায় বিজেপি ইভিএম-এ কারচুপি করেছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে যদিও সেভাবে আমল দিতে রাজি নন বিজেপি নেতারা। ইভিএম কারচুপি নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি নেতা সুব্রহ্মণ্যন স্বামীকেও। প্রত্য়ুত্তরে তিনি কোনও কথা না বলেন, কেবল হেসে ফেলেন! কিছু না বললেও, স্বামীর এই হাসিই কার্যত সমস্ত অভিযোগের জবাব দিয়ে দিয়েছে বিজেপির তরফে। এমনই দাবি অনেকের।

এদিকে, কংগ্রেসকে হারিয়ে কটাক্ষকরতে ছাড়ছেন না বিজেপি নেতারা। এদিন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং বলেন , 'এই জয় বিজেপি-র জন্য ঐতিহাসিক। কর্ণাটকের সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই বিজেপি-কে ভোট দেওয়ার জন্য। এখন দেশে কংগ্রেস খোঁজো অভিযান চলবে। কোথায় গিয়ে দাঁড়াবে (কংগ্রেস) জানা নেই!'

[আরও পড়ুন: মমতাই একনম্বর মুখ মোদী বিরোধী জোটের! কর্ণাটক ফলাফলে রাহুলকে টেক্কা ][আরও পড়ুন: মমতাই একনম্বর মুখ মোদী বিরোধী জোটের! কর্ণাটক ফলাফলে রাহুলকে টেক্কা ]

English summary
Here is the Reaction of BJP MP Subramanian Swamy's when asked about Congress raising questions on EVMs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X