For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাজ্যে শক্তি বাড়াল কংগ্রেস, রাহুলের হাত ধরে দলে এলেন পতিদার নেতা হার্দিক

এবার সরাসরি কংগ্রেসে যোগ দিলেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। গুজরাটের আমেদাবাদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে মঙ্গলবার কংগ্রেসে যোগদান করেন হার্দিক।

Google Oneindia Bengali News

এবার সরাসরি কংগ্রেসে যোগ দিলেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। গুজরাটের আমেদাবাদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে মঙ্গলবার কংগ্রেসে যোগদান করেন হার্দিক। হার্দিকের যোগদানে স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি বাড়ল মোদী-রাজ্যে। সম্প্রতি দুই বিধায়ক দলত্যাগের পর হার্দিকের যোগদানে অক্সিজেনও পেল কংগ্রেস।

মোদী-রাজ্যে শক্তি বাড়ালেন রাহুল, কংগ্রেসে হার্দিক

কংগ্রেসের টিকিটে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থীও হবেন বলে জানা গিয়েছে। গুজরাতের জামনগর কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। শীঘ্রই গুজরাতে প্রার্থী তালিকা ঘোষণা হবে কংগ্রেসের। এদিন আমেদাবাদে পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসে যোগদানের পর রাহুল গান্ধীর সঙ্গে গান্ধীনগরের সভাতেও উপস্থিত ছিলেন হার্দিক।

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে হার্দিক পাতিদার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। একাই তিনি বিজেপি সরকারকে নড়িয়ে দিয়েছিলেন। তার জেরে তাঁকে জেলেও যেতে হয়। এরপর জেল থেকে বেরিয়ে তিনি বিধানসভা ভোটে অন্যতম মুখ হয়ে ওঠেন। তখন কংগ্রেসে যোগদান না করলেও রাহুল গান্ধীর তিন যুব সৈনিক হিসেবে ময়দানে নামেন হার্দিক, জিগনেশ ও অল্পেশ ঠাকুর।

তিন সৈনিককে দিয়ে মোদী-রাজ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধী। কোনওরকমে গড় রক্ষা হয় মোদীর। এবার সেই তিন শক্তিকে আরও নিজের করে নিয়ে ঝাঁপাতে তৈরি রাহুল গান্ধী। হার্দিক একটা সম্প্রদায়ের নেতা হয়ে বিধানসভায় লড়েছিলেন। এবার লোকসভায় তিনি লড়বেন কংগ্রেসের নেতা হয়ে।

English summary
Patidar leader Hardik patel joins in Congress by Rahul Gandhi. He can be candidate of Congress from Jamnagar of Gujarat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X