For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? ঘোষণা করলেন অমিত শাহ

গুজরাতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? ঘোষণা করলেন অমিত শাহ

Google Oneindia Bengali News

গুজরাতে অনেকটাই ধারে ভারে এগিয়ে বিজেপি। সমীক্ষাও তাই বলছে। অন্যদল কীভাবে যখন ভাবছে লড়াই করবে তখন বিজেপি ঘোষণা করেই দিল যে জিতলে কে 'রাজা' হবেন তাঁদের অটল কেল্লায়। বিজেপি স্পষ্ট ভাবে জানিয়েছে যে জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী। আর এই ঘোষণা করেছেন স্বয়ং অমিত শাহ নিজে।

কী বলেছেন অমিত শাহ

কী বলেছেন অমিত শাহ

অমিত শাহ জানিয়ে দিলেন, চেয়ারে বসবেন ভূপেন্দ্র প্যাটেলই। ক্ষমতায় ফিরলে তিনিই ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর হবেন। সেপ্টেম্বর মাসে বিজয় রূপানিকে সরানো হয়। তাঁর স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্র প্যাটেল। বিজেপি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায় তাকে। জানা যাচ্ছে, ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোডিয়া আসন থেকেই ভোটে লড়ছেন৷ এবারের নির্বাচনে লড়তে চান না ভূপেন্দ্র এমনটাই জানা গিয়েছিল।

আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

আম আদমি পার্টি আবার নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইসুধান গঢভির নাম জানিয়ে দিয়েছে। কংগ্রেস কারও নাম ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে।

গুজরাতের ভোট

গুজরাতের ভোট

গুজরাতের ১৮২টি আসনে ভোট হবে। এখানে দু' দফায় ভোট হবে। প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৫ ডিসেম্বর ভোট হবে৷ ৮ ডিসেম্বর ভোটের ফল ঘোষণা হবে৷

২০১৭ সালের নির্বাচন যখন হয়েছিল তখন গেরুয়া পার্টিকে জিততে চাপে পড়তে হয়েছিল। সেই সময় আসন সংখ্যা কমই ছিল। মাত্র ৯৯টি আসন পেয়েছিল তারা। এবারে তা বাড়তে পারে অন্তত ২০ থেকে ৩০টি। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭টি। তা কমতে পারে অনেকটা। খান ৩৫, ৪০ আসনে ঠেকতে পারে। কমতে পারে ৩০টি আসন। অপরদিকে রয়েছে আপ। তারা কিছু আসন পাবে গুজরাতে।

৩০ বছর ধরে রাজত্ব

৩০ বছর ধরে রাজত্ব

গুজরাতে গত ৩০ বছর ধরে রাজত্ব করছে বিজেপি। কংগ্রেস বহু চেষ্টা করেও সেখান থেকে তাদের টলাতে পারেনি। এমনকি তাদের সেরা সময়েও একই ভাবে বসেছিল বিজেপি। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। আজকে যিনি দেশের প্রধানমন্ত্রী। সেই সময় গোধরা কান্ড থেকে শুরু করে একাধিক বিতর্কে জড়িয়েছিল সরকার। তবু আসন থেকে সরানো যায়নি। আর আজ তো বিজেপি রাজ চলছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন তাদের শত সমস্যা থাকলেও গদি থেকে সরিয়ে দেওয়া কার্যত অসম্ভব বললেও ভুল হবে না। এখানে নতুন দল আপ এসেও বিশেষ লাভ হবে না। যা আসন কাটবে তা যাবে কংগ্রেসের। বিজেপির বিশেষ কিছু হবে না উলটে আসন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আপ এবার পাঞ্জাবে সরকার গড়ে নতুন ইস্যু তৈরি করেছে গুজরাতে এটা ঠিক, কিন্তু সেখানে এখনই সরকার গড়ার মতো জায়গায় তারা আসেনি। সেই জনপ্রিয়তা তাঁদের নেই বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি মইনপুরী কেন্দ্রে উপনির্বাচন, চ্যালেঞ্জের মুখে বিজেপি প্রার্থী রঘুরাজ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি মইনপুরী কেন্দ্রে উপনির্বাচন, চ্যালেঞ্জের মুখে বিজেপি প্রার্থী রঘুরাজ

English summary
Gujarat bjp announced their chief minister candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X