For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাইভ : ধাক্কা খেলেন মমতা, সমাবেশে এলেন না আন্না

Google Oneindia Bengali News

লাইভ : ধাক্কা খেলেন মমতা, সমাবেশে এলেন না আন্না
নয়াদিল্ল, ১২ মার্চ : সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা জানান প্রবীন গান্ধীবান্ধী আন্না হাজারে। তৃণমূলও চাইছিল জাতীয় স্তরে প্রবেশ করতে কংগ্রেস-বিজেপি বাদে অন্য কোনও বিকল্প। আন্নার সমর্থন সেই পথটাই প্রশস্ত করেছে। আজ প্রথমবার আন্নার সঙ্গে একই মঞ্চে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সমাবেশে আসবেন না বলে জানিয়ে দিলেন আন্না। অসুস্থ না অন্য কারণ, কেন আন্না এলেন না তা নিয়ে শুরু জল্পনা। উল্লেখ্য এই প্রথম রামলীলা ময়দানে সমাবেশ করবেন মমতা।

সকাল সাড়ে এগারোটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা দেড়টা নাগাদ শুরু হয় সভা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে বৃষ্টির কারণে সমর্থকরা নির্দিষ্ট সময়ে এসে পৌছতে পারেননি। তাই জন্যই দেরী করে শুরু করা হয়েছে সমাবেশ।

দুপুর ৩টে ২০ মিনিট : আমি জানি আজ ছুটির দিন নয়। তাই মানুষের আশা সম্ভব হয়নি। আমিও নিজে আমন্ত্রণে এসেছি। দিল্লির সরকার যদি পাল্টাতে হয়, এখান থেকেই তার শুরু করতে হবে। একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে বক্তব্য শেষ করলেন মমতা।

দুপুর ৩টে ১৭মিনিট : ইউপিএ সরকার গরীবের কথা ভাবেনি কখনও। আমরা কখনও দরিদ্র মানুষকে দুরে সরাব না। কেন্দ্র ১০ বছর ধরে কী করছিল। ভোটের আগে তাড়াহুড়ো করে সব বিল পাশ করাচ্ছে।

দুপুর ৩টে ১৩ মিনিট : আমরা চাই দেশের উন্নতির জন্য ইউপিএ সরকারকে সরতে হবে। এনডি সরকার নয়, তৃতীয় ফ্রন্টও নয়, ওরা ফ্রড ফ্রন্ট । কেউ যদি কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তাহলেই নয় সিবিআই, নয় ইডি নয় কর বিভাগের লোকজনকে পিছনে লাগিয়ে দেবে। ভাল মানুষ কাজ করবে কী করে।

দুপুর ৩টে ১ মিনিট : কংগ্রেস যখন আসবে বিজেপির সঙ্গে বন্ধুত্ব করবে। বিজেপি আসলে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করবে। আর সিপিএম আন্ডারস্ট্যান্ডিং করবে। এতদিন আমাকে সিপিএম, বিজেপি, কংগ্রেস আমাকে মারার চেষ্টা করেছে। আমি ঝানি আমার প্রাণ সংশয় আছে। প্রাণ গেলেও জনতার জন্য কাজ করব।

দুপুর ২টো ৩৩ মিনিট : আমি ব্যক্তিগত ক্ষমতা চাই না, মানুষের ক্ষমতায়ণ চাই। জনতা আমাকে যা দিয়েছে আমি তাতেই কাজ করছি। আমার পরিবার নেই। জনতাই আমার পরিবার। আমরা বিদ্যুৎ ব্যাঙ্কিং করেছি। বিনামূল্যে জল দিয়েছি সাড়ে ৩ কোটি মানুষকে ২ টাকা কিলোদরে চাল দিয়েছি।

দুপুর ২ টো ২৮ মিনিট : বিজেপি কী সরকারে আসবে। গুজরাতের উন্নয়নের পুরো দিকটা বিচার করা উচিত। গুজরাতে শিশু মৃত্যু ৪১ শতাংশ, বাংলায় ৩২ শতাংশ। খালি পেইড নিউজ করলে চলবে না। গুজরাত সরকার তথা নরেন্দ্র মোদীকে কটাক্ষ । দিল্লিতে বিজেপি-কংগ্রেস সিন্ডিকেট রয়েছে। এরা দুই দল এক হয়ে দেশকে বেচে দিতে পারে।

দুপুর ২টো ২৪ মিনিট : এটা তৃণমূলের সমাবেশ নয়, আন্নাজির সমাবেশ। ওর অনুরোধে আমরা এসেছিলাম। চাইলে ট্রাক ভরে বাংলা থেকে লোক আনতে পারতাম। আমরা তা চাই না। আমরা আমাদের সমর্থনের শক্তি দেখাতে এখানে আসিনি। শুধু কিছু বার্তা পৌছতে এসেছি জনতার কাছে।

দুপুর ২টো ২০ মিনিট : চারিদিকে চক্রান্ত চলছে। আমি কখনও কথার খেলাপ করিনা। তাই কলকাতায় কাজ থাকা সত্ত্বেও এসেছি।

দুপুর ২ টো ১৯ মিনিট : বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ২ টো : আন্না হাজারেকে আনার জন্য মহারাষ্ট্র সদনে গেলেন মুকুল রায়।

দুপুর ১ টা ৫০ মিনিট : সভাস্থলে এসে পৌছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১ টা ৪৮ মিনিট : অসুস্থ, তাই আন্নার সমাবেশে যোগ দেওয়ার ক্ষমতা ক্ষীণ।

দুপুর ১টা ৪০ মিনিট : বক্তব্য রাখছেন সৌগত রায়। রয়েছেন ডেরেক ও'ব্রায়েন, মুকুল রায় প্রমুখ।

English summary
Anna opt out of TMC rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X