For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa assembly elections result: গোয়ায় এগোচ্ছে তৃণমূল, কত আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির?

Goa assembly elections result: গোয়ায় এগোচ্ছে তৃণমূল, কত আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির?

Google Oneindia Bengali News

গোয়া খাতা খুলতে শুরু করেছে বিজেপি। আর্লিট্রেন্ড যেদিকে এগোচ্ছে তাতে দেখা যাচ্ছে ৬টি আসনে গোয়ায় এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভায় বিজেপির বিরুদ্ধে জয়ের পরে বাইরের রাজ্যগুলিতেও লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার বিধানসভা ভোটে প্রথম প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাতে সাফল্য আসতে শুরু করেছে।

কত আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির?

গোয়ায় হয়তো নতুন ভোর দেখতে চলেছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই বেশ কয়েকটি আসনে লিড নিয়ে ফেলেছে কংগ্রেস। গণনা শুরু হতে প্রথমে ২টি আসনে এগিয়েছিল ঘাসফুল শিবির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বাড়তে শুরু করেছে। নয় নয় করে ৬টি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বাইরে প্রথম গোয়াতেই বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় প্রথম নির্বাচনেই ৬টি আসনে এগিয়ে থাকা বেশ ইতিবাচক ট্রেন্ড বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একুশের বিধানসভা ভোটের পরেই গোয়া এবং ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় পুরসভা ভোটে তেমন কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই গোয়া নিয়ে প্রথম থেকেই বেশি তৎপর ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দায়িত্ব দেওয়া হয়েছিল মহুয়া মৈত্র এবং েডরেক ওব্রায়েনকে। বেশ কয়েকবার তৃণমূল কংগরেস নেত্রী নিজে একাধিকবার সেখানে সফর করেছেন। গোয়ায় বিশিষ্ট জনেদের মধ্যে লিয়েন্ডার পেজ এবং নফিসা আলি। এছাড়াও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। কংগ্রেস এবং বিজেপির একাধিক নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।

ভোটের আগে ভালই শক্তি বাড়িেয়ছিল তৃণমূল কংগ্রেস। তবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সেখানে লড়ত যায়নি তৃণমূল কংগ্রেস। তারা একক ভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এই নিয়ে কংগ্রেসের সঙ্গে বিবাদও হয়েছে। কংগ্রেসের পক্ষ থেেক দাবি করা হয়েছিল, বিজেপির ভোট বাড়াতেই তৃণমূল কংগ্রেস এবং আপ একক ভাবে লড়াইয়ে নামছে। এদিকে তৃণমূলেক পক্ষ থেকে দাবি করা হয়েছিল কংগ্রেস জিতবেই

মমতা নিজেও সেখানে দলের হয়ে প্রচারে গিয়েছেন। সেখানে একযোগে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তাতে যদিও বিজেপি-র পরিবর্তে তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসাতেই গোয়ায় পা রেখেছে বলে অভিযোগ ওঠে। যদিও মমতা জানান, কংগ্রেসকে জোটের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে কোনও সাড়াশব্দ পাননি তাঁরা এমনই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এই কংগ্রেস বিজেপির গড়ে প্রথমবার পা রেখেই ৬টি আসনে এগিয়ে থাকাকে বড় সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
5 States assembly election result update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X