For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Assembly Election Result 2022: বিজেপি প্রার্থী জিতে ক্ষোভ উগড়ালেন দলের প্রতি, তৃণমূল হারাবে জোটসঙ্গী?

Google Oneindia Bengali News

গোয়া বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসছে আজব ঘটনা। বিজেপির প্রার্থী জেতার পর ক্ষোভ উগড়ে দিলেন দলের প্রতি। দলের প্রতি অসহযোগিতার অভিযোগও উঠে এসেছে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অভিমানী প্রবীণ নেতার গলায়। আবার তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়া দল সরকার গড়তে হাত মেলাতে পারে বিজেপির সঙ্গে।

আতানাসিওর জয়

আতানাসিওর জয়

২০১৯ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের প্রয়াণের পর পানাজি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে আসেন আনাতাসিও মনসেরাতে। এই আসনে টিকিট প্রত্যাশী ছিলেন পারিক্করের পুত্র উৎপল। পারিক্করের সঙ্গে প্রবীণ এই প্রাক্তন কংগ্রেস নেতার সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। এমনকী ধর্ষণের অভিযোগেও অভিযুক্ত ছিলেন আতানাসিও। টিকিট না পেয়ে পারিক্কর-পুত্র বিজেপির প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দুষ্কৃতীদের টিকিট দেওয়ার জন্য।

আসন দখলে রাখলেন

উপনির্বাচনে জেতার পর এবার বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছেন আতানাসিও 'বাবুশ' মনসেরাতে। তিনি পরাস্ত করেছেন কংগ্রেসের এলভিস গোমসকে। এই আসনেই নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন উৎপল পারিক্কর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র শোচনীয়ভাবে পরাস্ত হয়েছেন। বিজেপির প্রতি ক্ষোভ থাকলেও উৎপল অবশ্য অন্য দলে যোগ দেননি। নির্দল হয়েই ভোটে লড়েছেন। এই প্রতিবেদন লেখা অবধি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মনসেরাতে ৬৫৩১ ভোট পেয়েছেন। নির্দল উৎপল পেয়েছেন ৫৮৫৭ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩০৬২ ভোট।

বিজেপির অসহযোগিতা সত্ত্বেও জয়

বিজেপির অসহযোগিতা সত্ত্বেও জয়

জেতার পরই বোমা ফাটিয়েছেন আতানাসিও। উৎপল পারিক্করের সঙ্গে লড়াইয়ে বিজেপি কর্মীরা তাঁর পাশে ছিলেন না বলেই দাবি তাঁর। বিতর্কিত মন্তব্যে সিদ্ধহস্ত মনসেরাতে সাফ জানিয়েছেন, আমি বিজেপির আনঅফিসিয়াল প্রার্থী ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে জিতলাম। বিজেপির কিছু সমর্থক ও অন্য সমর্থকদের সহায়তা পেয়েই আসনটি দখলে রাখতে পেরেছি। আমি বিজেপিতে যোগদানের পর বিজেপির ক্যাডাররা আমাকে মন থেকে গ্রহণ করেননি। উৎপলকে বিজেপিরই অনেকে ভোট দিয়েছেন বলে ধারণা আতানাসিওর। স্থানীয় বিজেপি নেতৃত্বও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাই করেনি বলেও অভিযোগ। মনসেরাতে বলেন, ২ বছর আগে বিজেপিতে যোগদানের পর কারও সহযোগিতাই পাইনি। জিতলেও ফল মন থেকে মানতে পারছি না।

সরকার বিজেপিরই, দাবি সাওয়ন্তের

গোয়ায় ম্যাজিক ফিগার ২১। এখনও অবধি বিজেপি ১৯টি আসন পাবে বলে গণনায় স্পষ্ট। ফলে অন্য যে কোনও দলের সহযোগিতা বিজেপির দরকার হবে। তৃণমূল কংগ্রেস খালি হাতেই ফিরছে। তাদের জোটসঙ্গী তিনটি আসন পেতে পারে। গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত পুরানো জোটসঙ্গী এমজিপির সমর্থন নিয়ে সরকার গড়ার বিষয়ে আত্নবিশ্বাসী। এমজিপি আবার সাওয়ন্তকে মুখ্যমন্ত্রী মানতে রাজি নয়। তবে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরতেও আপত্তি নেই এমজিপির। রয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টিও। ফলে গোয়ায় বিজেপিই যে সরকার গঠনের দাবি জানানোর ক্ষেত্রে এগিয়ে সেটা স্পষ্ট।

English summary
Assembly Election Results 2022 In Five States. BJP Workers Have Not Accepted Me Claims Atanasio Monserrate After Win At Panaji In Goa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X