For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৩ বার বিদেশ দিয়ে মনমোহন সিং খসিয়েছেন মাত্র ৬,৭৬,৭৪,৩৩,৪৭৭ টাকা

  • By Vicky Nanjappa
  • |
Google Oneindia Bengali News

২০০৪ থেকে ২০১৪, এই দশ বছর প্রধানমন্ত্রীর পদ আলোকিত করেছেন স্বনামধন্য অর্থনীতিবিদ মনমোহন সিং। কেন্দ্রে সরকারে থেকে দেশ শাসন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।

এই সময়ে অর্থাৎ ২২ মে ২০০৪ থেকে ১৭ মে ২০১৪ পর্যন্ত মোট ৭৩ বার বিদেশ সফর করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর সেই সফরগুলিতে মোট খরচ হয়েছে মাত্র ৬৭৬.৭ কোটি টাকা যা বহন করেছে ভারত সরকার। অর্থাৎ বকলমে আমজনতার পকেট থেকে গিয়েছে এই বিপুল অঙ্কের টাকা।

৭৩ বার বিদেশ দিয়ে মনমোহন সিং খসিয়েছেন মাত্র ৬,৭৬,৭৪,৩৩,৪৭৭ টাকা


সম্প্রতি জনৈক রমেশ চাঁদ জোশী নামে একজন মনমোহনের বিদেশ সফরের খরচের হিসাব চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। সেই আবেদনেই সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর দফতর এই তথ্য জানিয়েছে।

একইসঙ্গে আরও জানানো হয়েছে যে ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোট ৩৬ বার বিদেশ সফর করেন মনমোহন সিং। এর মধ্যে ১৫ বার তিনি যান যেসময় সংসদের অধিবেশন চলছিল।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বিদেশ সফরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি ৬ বার গিয়েছেন মনমোহন সিং। তবে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা চিনের মতো প্রতিবেশী দেশে যাওয়ার প্রয়োজন পড়েনি তাঁর।

সবকটি ,সফরের মধ্যে ২০১২ সালে মেক্সিকো ও ব্রাজিল সফরেই সবচেয়ে বেশি ২৬.৯৪ কোটি টাকা খরচ হয়েছিল।

এর আগের প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর বিদেশ সফরের হিসাবও এখানে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, নিজের প্রধানমন্ত্রিত্বকালে ১৯৯৯-২০০৪ সালের মধ্যে তিনি ৩৫ বার বিদেশে গিয়েছেন। তাতে খরচ হয়েছে ১৮৫ কোটি টাকা।

English summary
Former PM Manmohan Singh's travels cost Rs 6,76,74,33,477
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X