For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ঘোষিত করোনা আর্থিক প্যাকেজ দেখে মুখ ভার ইমরানের! কেন ঈর্ষান্বিত পাকিস্তান?

Google Oneindia Bengali News

মঙ্গলবার রাত আটটায় জারিত উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন। করোনা ভাইরাসের প্রকোপের জেরে দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে। সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বিপুল অর্থ বরাদ্দের ঘোষণা করেছিলেন মোদী।

মুখ ভার ইমরানের

মুখ ভার ইমরানের

এদিকে করোনা পরবর্তী পরিস্থিতি সামলে দিতে ভারতের এই ঘোষণায় মুখ ভার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের। কারণ আর কিছুই না। ভারতের আর্থিক প্যাকেজ ঘওষণার পরই খোটা শুনতে হচ্ছে ইমরান খান ও তাঁর সরকারকে। সে দেশের অর্থনীতির বেহাল দশা যেন ফের একবার সবার সামনে চলে এসেছে।

পাকিস্তানের জিডিপির সমান ভারতের আর্থিক প্যাকেজ

পাকিস্তানের জিডিপির সমান ভারতের আর্থিক প্যাকেজ

বিষয়টি হল, মোদী যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন তার মূল্য প্রায় পাকিস্তানের মোট জিডিপির সমান। প্রধানমন্ত্রী মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার বা ২৬৬ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এদিকে বিশ্ব ব্যাঙ্কের হিসাব অনুযায়ী পাকিস্তানের মোট জিডিপি ২৮৪ বিলিয়ন ডলার।

মোদীর প্যাকেজের মূল্য ১৪৯টি দেশের থেকেও বেশি

মোদীর প্যাকেজের মূল্য ১৪৯টি দেশের থেকেও বেশি

ভারতের আর্থিক প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রিস, রোমানিয়া, নিউজিল্যান্ডের মতো ১৪৯টি দেশের থেকেও বেশি। উল্লেখ্য, গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়তে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন।

প্যাকেজের বিস্তারিত বিবরণ দেবেন অর্থমন্ত্রী

প্যাকেজের বিস্তারিত বিবরণ দেবেন অর্থমন্ত্রী

সেই প্যাকেজেরই বিস্তারিত খতিয়ান নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে এই আর্থিক প্যাকেজের বিষদ বিবরণ দেবেন অর্থমন্ত্রী। সেই মতোই এদিন সকালে অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওযা হল যে বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

<strong>লকডাউনের অশনিসংকেত, এবার টান পড়তে চলেছে গৃহস্থের ভাঁড়ারে</strong>লকডাউনের অশনিসংকেত, এবার টান পড়তে চলেছে গৃহস্থের ভাঁড়ারে

English summary
economic package amid coronavirus lockdown declared by pm modi is almost equal to pakistan's gdp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X