For Quick Alerts
For Daily Alerts
অসমের পর কাঁপল হিমাচল! ১১ দিনে ৮ কম্পনে আতঙ্কিত বাসিন্দারা
ফের কাঁপল হিমাচল প্রদেশ। এদিন সকাল ৭.০৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.১। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার রাতে ভূমিকম্প অনুভূত হয় অসমে। রিখটার স্কেলে মাত্র ছিল ৪.৭।

গত ১১ দিনে এনিয়ে আট বার। সোমবার সকালের ভূমিকম্প সম্পর্কে এমনটাই জানিয়েছেন সিমলা মেটিওরোলজিক্যাল সেন্টারের ডিরেক্টর মনমোহন সিং। তিনি জানিয়েছেন গত ১১ দিনের আটবার ছাম্বায় ভূমিকম্প হল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ছাম্বা থেকে ৫ কিমি উত্তর পূর্বে। এলাকা জুড়া হাল্কা ভূমিকম্প অনুভূত হয়।
এর আগেকার ভূমিকম্পগুলির মাত্রাও ছিল ৩ থেকে ৪.৫-এর মধ্যে। ২৭ থেকে ৩০ মার্চের মধ্যে এই ভূমিকম্পগুলি হয়েছিল।