For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-ফ্যাক্টরেই গোয়ায় হারল কংগ্রেস! বিধানসভা নির্বাচনে ‘গেম’ সফল বিজেপির

তৃণমূল-ফ্যাক্টরেই গোয়ায় হারল কংগ্রেস! বিধানসভা নির্বাচনে ‘গেম’ সফল বিজেপির

Google Oneindia Bengali News

গোয়ায় একক বৃহত্তম দল হয়ে সরকার গঠনের প্রধান দাবিদার বিজেপি। শেয়ানে শেয়ানে লড়েও কংগ্রেস পিছিয়ে পড়ল গোয়ায়। তৃণমূল-ফ্যাক্টরই কংগ্রেস পিছপা হল বলে ধারণা রাজনৈতিক মহলের। আর অঙ্ক কষেই গোয়ায় ফের ক্ষমতা দখলের পথে এগিয়ে গেল শাসক দল বিজেপি। তৃণমূলকে দিয়ে কংগ্রেস ভাঙিয়েই বাজিমাত করল গেরুয়া শিবির।

কংগ্রেসকে টেক্কা দিয়ে বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি

কংগ্রেসকে টেক্কা দিয়ে বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি

কংগ্রেস ভোটর আগে অভিযোগ করেছিল, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই তৃণমূল কংগ্রেস পা রেখে গোয়ায়। এবং যেভাবে কংগ্রেস ভেঙে তৃমমূল গোয়ায় বিস্তার লাভ করেছিল, তাতে যে শাসক দল বিজেপিরই সুবিধা হবে, তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল। হলও তা। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর দেখা গেল কংগ্রেসকে টেক্কা দিয়ে বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি।

সাতটি কেন্দ্রই ফ্যাক্টর হল, গোয়ায় বদলে যেত ছবিটা

সাতটি কেন্দ্রই ফ্যাক্টর হল, গোয়ায় বদলে যেত ছবিটা

রাজনৈতিক বিশেষজ্ঞরা যে অঙ্ক সামনে এনেছেন, তাতে দেখা যাচ্ছে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক থেকে তৃণমূলের দিকে চলে গিয়েছে যে ৫-৬ শতাংশ, সেটাই ফ্যাক্টর হয়ে গিয়েছে। সাতটি কেন্দ্রে খুব স্বল্প ব্যবধানে হারতে হয়েছে কংগ্রেসকে। চিদাম্বরমের দাবি, ওই সাতটি কেন্দ্র তাদের দিকে এলেই বদলে যেত ছবিটা। গোয়ায় তারাই সরকার গড়তে পারতেন।

বিজেপিই ফের সরকার গঠন করার পথে এগিয়ে রয়েছে

বিজেপিই ফের সরকার গঠন করার পথে এগিয়ে রয়েছে

গোয়ায় গতবার বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। এবার গোয়ায় যাতে গতবারের মতো পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু কংগ্রেস প্রথমের দিকে শেয়ালে শেয়ানে লড়াই দিলেও শেষের দিকে পিছিয়ে পড়ল। ফলে বিজেপি হল গোয়ার বৃহত্তম পার্টি। বিজেপিই ফের সরকার গঠন করার পথে এগিয়ে রয়েছে।

তৃণমূল এখানে খাতা খুলতে না পারলেও ফ্যাক্টর তো বটেই

তৃণমূল এখানে খাতা খুলতে না পারলেও ফ্যাক্টর তো বটেই

২০২২-এর বিধানসভা নির্বাচনে গোয়ায় ৪০ আসনের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস জী হয়েছে বা এগিয়ে রয়েছে ১২টিতে। আম আদমি পার্টি এখানে ২টি আসন পেয়েছে। তৃণমূল এখানে খাতা খুলতে না পারলেও জোটসঙ্গী এমজেপি ২টি আসন পেয়েছে। চারটি আসন গিয়েছে অন্যান্যদের দখলে।

গোয়ায় তৃণমূলের অন্তর্ভুক্তি কংগ্রেসের বিপক্ষে গিয়েছে

গোয়ায় তৃণমূলের অন্তর্ভুক্তি কংগ্রেসের বিপক্ষে গিয়েছে

তৃণমূল এখানে খাতা খুলতা না পারলেও কংগ্রেসকে দুর্বল করে বিজেপির জয়ের পথ সুগম করে দিয়েছে বলে অভিযোগ আগেও ছিল, সেই অভিযোগ এখনও উঠছে। কংগ্রেসের ভোটব্যাঙ্কেই থাবা বসিয়েছে তৃণমূল। ফলে গোয়ায় তাঁদের অন্তর্ভুক্তি কংগ্রেসের বিপক্ষে গিয়েছে। আর তার ফায়দা তুলে ফের ক্ষমতায় আসছে বিজেপি।

রাজনৈতিক সমীকরণের খেলায় কংগ্রেসকে মাত দিল বিজেপি

রাজনৈতিক সমীকরণের খেলায় কংগ্রেসকে মাত দিল বিজেপি

রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ ছিল, বিজেপিই চাপ দিয়ে তৃণমূলকে গোয়ায় পা রাখতে বাধ্য করেছে। কংগ্রেসের উত্থান ঠেকাতেই এই ব্যবস্থা বলে তাদের ব্যাখ্যা। বিধানসভা ভোটের আগে ‘গেম' খেলে গোয়া দখল করতে চলেছে বিজেপি। একইভাবে অন্য ‘খেলা'য় ২০১৭ সালে কংগ্রেসের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল গোয়া। আর এবারে রাজনৈতিক সমীকরণের খেলায় কংগ্রেসকে মাত দিল বিজেপি।

পাঞ্জাবের রাজভবনে শপথ নেবেন না ভগবন্ত মান! জিতেই ঘোষণা করলেন কোন দুই বিরাট পদক্ষেপ?পাঞ্জাবের রাজভবনে শপথ নেবেন না ভগবন্ত মান! জিতেই ঘোষণা করলেন কোন দুই বিরাট পদক্ষেপ?

Recommended Video

গোয়ায় তৃণমূল ভোট কেটে বিজেপির যাত্রাকে সুবিধা করে দিয়েছে : সুজন চক্রবর্তী

English summary
Congress loses in Goa against BJP due to TMC factor according to Assembly Election result 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X