For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালুর শর্তেই আসন রফায় সায় জোটরক্ষায় নমনীয় কংগ্রেসের! একনজরে বিহারে মহাজোট

জোট রক্ষায় নমনীয় হল কংগ্রেস। তিরে এসে তরী ডুবতে দিলেন না রাহুল গান্ধী। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব জেল থেকেই হুঁশিয়ার দিয়েছিলেন, বিহারে জোট হবে আরজেডি-র শর্তেই।

Google Oneindia Bengali News

জোট রক্ষায় নমনীয় হল কংগ্রেস। তিরে এসে তরী ডুবতে দিলেন না রাহুল গান্ধী। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব জেল থেকেই হুঁশিয়ার দিয়েছিলেন, বিহারে জোট হবে আরজেডি-র শর্তেই। শেষপর্যন্ত, দ্বারভাঙা আসন আরজেডিকে ছেড়ে দিয়ে আসনরফা চূড়ান্ত করে ফেলল প্রদেশ কংগ্রেস। বিহারের মহাজোটে বিতর্কের অবসান হল।

জট কাটিয়ে জোট চূড়ান্ত

জট কাটিয়ে জোট চূড়ান্ত

আগেই বিহারে আসন সমঝোতা পাকা করে ফেলেছিল কংগ্রেস-আরজেডি ও অন্য চার দলের মহাজোট। কিন্তু দ্বারভাঙা আসন নিয়ে জট তৈরি হয় জোটে। সেই জট কেটে গেল। আরজেডির দাবি মেনে দ্বারভাঙা আসন আরজেডিকে ছেড়ে দিল কংগ্রেস। আরজেডি পাটনা সাহিব ছেড়ে দিল কংগ্রেসকে। অবসান ঘটল দড়ি টানাটানির।

যে অঙ্কে চূড়ান্ত হল জোট

আগের অঙ্কই মেনে জোট হল। ঠিক হয়েছিল বিহারে মহাজোটের আসনরফায় আরজেডি লড়বে ২০ আসনে, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৯টি আসনে। বাকি ১১টি আসনের মধ্যে এইচএএম তিনটি, আরএলএসপি ৫টি ও ভিআইপি তিনটি আসনে লড়াই করবে। সেটাই চূড়ান্ত হল।

ছ’দলের মহাজোটে কাঁটা

ছ’দলের মহাজোটে কাঁটা

জোট ও আসনরফা চূড়ান্ত হলেও সিপিআইকে বেগুসরাই ছাড়া হল না। আরজেডি বেগুসরাইয়ে প্রার্থী দিল। ছ'দলের মহাজোটে তাই কাঁটা রয়েই গেল। সিপিআইয়ের কানাইয়া কুমারের বিরুদ্ধে প্রার্থী দেবে আরজেডি। এই আসনে খানিক স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী।

শত্রুঘ্ন সিনহা পাটনা সাহিবে?

শত্রুঘ্ন সিনহা পাটনা সাহিবে?

কংগ্রেসকে পাটনা সাহিব কেন্দ্রটি ছে়ড়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে গতবার বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন অভিনেতা শত্রুঘ্ন। এবার তিনি বিরোধী শিবিরে। এই কেন্দ্র থেকে এবার তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন, এমনটাই জল্পনা চলছিল। আরজেডি এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ায়, সেই সম্ভাবনাই চূড়ান্ত হওয়ার পথে।

[আরও পড়ুন:২০১৯ লোকসভায় কতগুলি আসনে জিতবে বিজেপি, পরিবর্তনের বার্তায় জানালেন শাহ][আরও পড়ুন:২০১৯ লোকসভায় কতগুলি আসনে জিতবে বিজেপি, পরিবর্তনের বার্তায় জানালেন শাহ]

জোটের স্বার্থে নমনীয় কংগ্রেস

জোটের স্বার্থে নমনীয় কংগ্রেস

এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। আরজেডি ৯টি আসন দিতে রাজি হয় কংগ্রেসকে। প্রথমে তা মেনে নেয় কংগ্রেস। এরপরও দ্বারভাঙা আসন নিয়ে আরজেডির সঙ্গে দরাদরি চলথে থাকে। শেষপর্যন্ত জোটের স্বার্থে তাও মেনে নিল কংগ্রেস। কংগ্রেস চায়নি ভেস্তে যাক জোট। তাই দ্বারভাঙা দিয়ে পাটনা সাহিব পেয়ে গেল কংগ্রেস।

[আরও পড়ুন: অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের][আরও পড়ুন: অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের]

English summary
Congress agrees to do alliance in Bihar according to RJD’s condition. Lalu Prasad Yadav proposes to Congress to leave Dwarbhanga seat for RJD.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X