For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে কতগুলি আসনে জিতবে বিজেপি, পরিবর্তনের বার্তায় জানালেন শাহ

বাংলায় মা-মাটি-মানুষের সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে। এবার বিদায় নিতে হবে ‘দিদি’কে। তাঁর সময় শেষ। পরিবর্তনের আওয়াজ উঠেছে। এবার লোকসভা নির্বাচন থেকেই সেই সূচনা হবে যাবে।

Google Oneindia Bengali News

বাংলায় মা-মাটি-মানুষের সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে। এবার বিদায় নিতে হবে 'দিদি'কে। তাঁর সময় শেষ। পরিবর্তনের আওয়াজ উঠেছে। এবার লোকসভা নির্বাচন থেকেই সেই সূচনা হবে যাবে। বাংলায় এবার ফুটবে পদ্ম। ২৩টি আসনে পদ্ম ফুটবেই। শুক্রবার আলিপুরদুয়ারের নির্বাচনী জনসভা থেকে সাফ জানালেন অমিত শাহ।

মোদীই বাংলাকে বাঁচাতে পারেন

মোদীই বাংলাকে বাঁচাতে পারেন

২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদায় ঘণ্টা বাজালেন অমিত শাহ। তিনি বলেন, একমাত্র নরেন্দ্র মোদীই বাংলাকে বাঁচাতে পারবেন। এবার বাংলায় ২৩টি আসন পদ্ম ফুটবেই। তৃণমূলকে উল্টে দেবে বাংলার মানুষ। তার কারণ, বাংলার জনতা অধিকার রক্ষায় জেগে উঠেছে।

তৃণমূলের সঙ্গে মানুষের সমর্থন নেই

তৃণমূলের সঙ্গে মানুষের সমর্থন নেই

অমিতের কথায়, বাংলার জন্য আসন্ন লোকসভা নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল গুন্ডাদের ভয় পাবেন না। এবার তৃণমূলকে উল্টে দিন। তৃণমূলের সঙ্গে মানুষের সমর্থন নেই, তাই হিংসা করে বাংলায় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। এবার আর তা হবে না। তাই জিতবে বিজেপি। ২৩ আসনে পদ্ম ফুটবেই।

বাংলার মানুষ জবাব দেবেই

বাংলার মানুষ জবাব দেবেই

অমিত শাহ বলেন, বাংলায় অপশাসনের দূর করে ছাড়ব আমরা। বাংলায় সিন্ডিকেট রাজ চলছে। বাংলায় শুধু তোলাবাজির সরকার চলছে। গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের টাকা নিজেদের পকেটে পুরেছে। তাই বাংলার মানুষ জবাব দেবেই।

[আরও পড়ুন:অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের][আরও পড়ুন:অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, ফের এনআরসির দাবি তুলে হিন্দু শরণার্থীদের বার্তা শাহের]

পরাক্রমী মোদীর বিরুদ্ধে দুর্বল মহাজোট

পরাক্রমী মোদীর বিরুদ্ধে দুর্বল মহাজোট

অমিত শাহ বলেন, এই লোকসভা ভোটেই তারা যোগ্য জবাব পেয়ে যাবে। ভয় পেয়ে পরাক্রমী মোদীর বিরুদ্ধে দুর্বল মহাজোট গড়েছেন মমতাদিদি, রাহুলবাবা-রা। আসন্ন নির্বাচনের ফল নির্ধারণ হয়েই গিয়েছে। ফের মোদী সরকার আসছে দেশে। নিশ্চিত তাঁরা, বললেন অমিত শাহ।

[আরও পড়ুন: মা-মাটি-মানুষ বুঝেছে সিপিএম অনেক ভালো ছিল! মমতাকে দিন-শেষের বার্তা শাহের][আরও পড়ুন: মা-মাটি-মানুষ বুঝেছে সিপিএম অনেক ভালো ছিল! মমতাকে দিন-শেষের বার্তা শাহের]

English summary
BJP president Amit Shah demands BJP will win at least 23 seats in Bengal. Now BJP will bring change in West Bengal fron hand of Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X