For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের মিসাইল পরীক্ষার আগেই উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরে চিনা গুপ্তচর জাহাজ

ভারত মহাসাগরে আরও এক গুপ্তচর জাহাজ পাঠাল লালচিন! মিসাইল পরীক্ষা করবে ভারত! এমন ইঙ্গিত পাওয়ার পরেই ভারত মহাসাহরে ঢুকে পড়ে ওই জাহাজ। গত কয়েকমাস আগেই চিনের একটি গুপ্তচর জাহাজ শ্রীলঙ্কাতে ঘাঁটি গেড়েছিল। ইউয়ান ওয়াং 5 নিয়ে ব

  • |
Google Oneindia Bengali News

ভারত মহাসাগরে আরও এক গুপ্তচর জাহাজ পাঠাল লালচিন! মিসাইল পরীক্ষা করবে ভারত! এমন ইঙ্গিত পাওয়ার পরেই ভারত মহাসাহরে ঢুকে পড়ে ওই জাহাজ। গত কয়েকমাস আগেই চিনের একটি গুপ্তচর জাহাজ শ্রীলঙ্কাতে ঘাঁটি গেড়েছিল। ইউয়ান ওয়াং 5 নিয়ে বারবার ভারতের আপত্তি জানানো হয়েছিল।

চিনের সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর জাহাজটি ভারত থেকে মাত্র ৭০০ মাইল দূরে এক সপ্তাহের জন্য ঘাঁটি গেড়েছিল। ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং স্যাটেলাইটের গতিবিধি নিরীক্ষণের চিন খুব কৌশলে এই জাহাজগুলি তৈরি করেছে কমিউনিস্ট বেজিং।

ইউয়ান ওয়াং ৬ ইতিমধ্যে ভারত মহসাগরে

ইউয়ান ওয়াং ৬ ইতিমধ্যে ভারত মহসাগরে

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিভির খবর অনুযায়ী, চিনের নতুন স্পাই জাহাজ ইউয়ান ওয়াং ৬ ইতিমধ্যে ভারত মহসাগরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার বালি এলাকা দিয়ে সেটি এগিয়ে যাচ্ছে বলেও দাবি ওই সংবাদমাধ্যমের। জাহাজের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম অনলাইন সার্ভিস MarineTraffic এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ইউয়ান ওয়াং ৬ এমন সময় ভারত মহাসাগরে ঘোরাফেরা করছে যখন ভারত অত্যাধুনিক একটা মিসাইল পরীক্ষা করতে NOTAM কিংবা নোটিশ জারি করতে পারে। তবে প্রতিরক্ষা সূত্রের খবর, ভারত মহাসাগরে চিনা স্পাই জাহাজ প্রবেশ করতেই ভারতীয় নৌবাহিনী ক্রমাগত নজর রাখছে। ঠিক কি চাইছে সেই বিষয়েও কড়া নজর ভারতের।

মিসাইল টেস্ট করবে ভারত

মিসাইল টেস্ট করবে ভারত

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১০ থেকে ১১ নভেম্বরের মধ্যে অত্যাধুনিক একটি মিসাইল পরীক্ষা করতে পারে ভারত। আর তা ওডিশার আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এই মিসাইলের ফ্লাইং রেঞ্জ ২,২০০ কিমি হতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমে শ্রীলঙ্কা এবং পূর্বে ইন্দোনেশিয়ার মধ্যে একটি অঞ্চলকে আপাতত ব্লক করা হয়েছে বলে খবর। যেখানে মিসাইল আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের জন্যে চিন্তার কারণ কি?

ভারতের জন্যে চিন্তার কারণ কি?

ভারতের চিন্তা বাড়ছে। কারণ খুব সহজেই চিন ওই মিসাইলটিকে ট্র্যাক করতে পারবে। যেখানে খুব সহজেই মিসাইলের ক্ষমতা সহ গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাবে সে দেশ। যা আগামিদিনে ভারতের কাছে পালটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত প্রায়ই হুইলার দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তবে ভারতের চিন্তা শুধুমাত্র চিনের স্পাই জাহাজকে নিয়েই নয়, ইতিমধ্যে শ্রীলঙ্কার একটি বন্দরকে ৯৯ বছরের জন্যে লিজে দিয়েছে চিনকে। সেখানে একাধিক চিনা গতিবিধি ঘিরেও বাড়ছে চাপ।

English summary
China spy ship entered indian ocean before india to test missile
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X