For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের অনড় মনোভাবে ফের উত্তেজনা বাড়তে পারে লাদাখে, ১১তম বৈঠকেও মিলল না সমাধান সূত্র

Google Oneindia Bengali News

লাদাখে ভারত-চিন সীমান্তে এখনও সেনা মোতায়েন করে রেখেছে চিন। প্যাংগংয়ের দক্ষিণ প্রান্ত থেকে দুই দেশ সেনা প্রত্যাহার করলেও সেই অঞ্চল নিয়েও এখনও বিবাদ মেটেনি। এই আবহে শুক্রবার সেনা আধিকারিক পর্যায়ের ১১তম বৈঠকে বসেছিল ভারত এবং চিন। তবে সমস্যা না মিটিয়ে সেই বৈঠকেও চিন অনড় থাকল নিজেদের দাবিতে।

চিনের অনড় মনোভাবে ফের উত্তেজনা বাড়তে পারে লাদাখে

জানা গিয়েছে দেপসাং, হটস্প্রিং এভং গোগরা থেকে সেনা প্রত্যাহার করার ভারতীয় সেনার প্রস্তাব খারিজ করে দেয় চিনা সেনা। গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত ফেব্রুয়ারিতে সমস্যার কিছুটা সমাধান হলেও পুরো সমাধান সূত্র এখনও অধরা।

২০২০ সালে যখন লাদাখে দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই সময় ওই বছরের ৩০ সেপ্টেম্বর চিনা বিদেশমন্ত্রক জানান যে ১৯৫৯ সালের ৭ নভেম্বরের চুক্তি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখাই চিন ও ভারতের সীমান্ত৷ ভারতের তরফে চিনের ওই দাবি খারিজ করে দেওয়া হয়৷ যা তাদের তৎকালীন প্রধানমন্ত্রী ঝাও এনলাই দাবি করেছিলেন৷ চিনের ওই দাবি নেহরুর সময় থেকেই ভারত মানেনি৷

দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলার পর অবশেষে ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা ফেরার আভাস মিলেছিল। তবে ফের একবার চিনের অনড় মনোভাবের জেরে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।

English summary
China refused to disengage in Gogra and Hot Spring in Eastern Ladakh after 11th round of talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X