For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট পেশের সময়ও নরেন্দ্র মোদীকে খোঁচা চিদম্বরমের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী ও চিদম্বরম
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদী যেন পিছু ছাড়ছেন না ইউপিএ-র মন্ত্রীদের। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, অন্তর্বর্তী বাজেট পেশ করার সময়ও নরেন্দ্র মোদীকে বিঁধলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বলা ভালো, বিঁধতে বাধ্য হলেন!

কিছুদিন আগে একটি জনসভা ভাষণ দেওয়ার সময় বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেছিলেন, "দিল্লিতে এখন অর্থমন্ত্রীর কুর্সিতে এখন পুনর্গণনামন্ত্রী বসে আছেন। কীভাবে দেশকে আর্থিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে হয়, জানেন না। আর জানবেনই বা কী করে! রাস্তায় নেমে কঠোর পরিশ্রম করলে এ সব জানা যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেই হয় না।"

একে মন্ত্রী পদকে কটাক্ষ, তায় আবার কুলীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে তাচ্ছিল্য! ব্যাপারটা যে তিনি আদৌ হজম করেননি, বুঝিয়ে দিয়েছেন চিদম্বরম। বাজেট ভাষণের সময় বলেছেন, "কঠোর পরিশ্রম কাকে বলে, সেটা নিয়ে কারও টিপ্পনী শুনতে আমি রাজি নই। কঠোর পরিশ্রমের মূল্য আমাকে শিখিয়েছেন আমার মা, আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।" তাঁর এই কথার সঙ্গে সঙ্গে বিরোধী বেঞ্চ থেকে হইচই জুড়ে দেন বিজেপি সাংসদরা। হট্টগোল বাড়ার ভয়েই সম্ভবত আর বিতর্ক বাড়াননি তিনি। ফিরে আসেন মূল বাজেট ভাষণে। বিরোধীদের চেঁচামেচির জবাবে পাল্টা চিৎকার শুরু করেন কংগ্রেস সাংসদরাও। শেষে লোকসভার স্পিকার মীরা কুমার দু'পক্ষকে বুঝিয়ে শান্ত করেন।

প্রসঙ্গত, চিদম্বরমকে 'পুনর্গণনামন্ত্রী' বলার কারণ হল, তিনি ২০০৯ সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্গণনা হয়। সেই পুনর্গণনায় জিতে তিনি সাংসদ হয়েছিলেন। ওই ঘটনায় কারচুপির অভিযোগ উঠলেও তা পাত্তা দেননি চিদম্বরম।

English summary
Chidambaram mocks Modi while delivering his budget speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X