For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্ব ঘাটতির জেরে ভেঙে পড়েছে আর্থিক পরিকাঠামো, ভর্তুকি নিয়ন্ত্রণের পরামর্শ কেন্দ্রের

রাজস্ব ঘাটতির জেরে ভেঙে পড়েছে আর্থিক পরিকাঠামো, ভর্তুকি নিয়ন্ত্রণের পরামর্শ কেন্দ্রের

Google Oneindia Bengali News

ভারতে বেশ কয়েকটি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়। রাজ্যগুলোর ঋণের বোঝা বাড়ছে। তারসঙ্গে রাজস্ব কমতে শুরু করেছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে রাজ্যগুলোর অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথ।

ঋণের বোঝা বাড়ছে দেশের ১০টি রাজ্যে

ঋণের বোঝা বাড়ছে দেশের ১০টি রাজ্যে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরের জুন মাসে একটি সমীক্ষায় ১০টি রাজ্যকে চিহ্নিত করেছে, যাদের রাজস্ব ক্রমেই হ্রাস পাচ্ছে। পাশাপাশি বাড়ছে রাজ্যগুলোর খরচ। ক্রমাগত ভর্তুকি বাড়ার জেরে রাজ্যগুলোর আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে। করোনা মহামারীর জেরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। আরবিআই যে রাজ্যগুলোকে চিহ্নিত করেছে তারা হল- বিহার, কেরল, পঞ্জাব, রাজস্থান পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও উত্তর প্রদেশ। রাজ্যগুলোর অর্থনৈতিক পরিকাঠামো ফিরিয়ে আনতে চলতি বছরের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ধর্মশালায় একটি বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথের পাশাপাশি রাজ্যগুলোর মুখ্যসচিব উপস্থিত ছিলেন। সেখানেই রাজ্যগুলোকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে সোমনাথ একাধিক পরামর্শ দিয়েছেন। তারমধ্যে যেমন রয়েছে, সংস্থাগুলোকে স্বায়ত্তশাসনের ওপর জোর দেওয়া, অদক্ষ ভর্তুকি হ্রাসের ওপর বিশেষ নজর দেওয়া।

রাজস্ব ঘাটতি কমানোর উপায়

রাজস্ব ঘাটতি কমানোর উপায়

কেন্দ্রীয় অর্থমন্ত্রী টিভি সোমনাথ রাজস্ব ঘাটতি কমানোর জন্য একাধিক পরামর্শ দিয়েছেন। তারমধ্যে অন্যতম সরকারি পরিষেবাগুলোর নিয়মিত মূল্য বৃদ্ধি। জলের মতো বিভিন্ন সরকারি পরিষেবারগুলোর নিয়মিত মূল্যবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন তিনি। পাশাপাশি মদের ওপর আফগারি শুল্ক বাড়ানোর কথাও তিনি বলেন। তিনি সরকারি প্রকল্পগুলোর ব্যয় কমানোর পক্ষে সওয়াল করেন। রাজস্ব বৃদ্ধি করতে পৌরসভাগুলো সম্পত্তি কর বৃদ্ধি করতে পারে বলেও তিনি মতামত দেন।

রাজস্ব ঘাটতির প্রধান কারণ অদক্ষ ভর্তুকি

রাজস্ব ঘাটতির প্রধান কারণ অদক্ষ ভর্তুকি

টিভি সোমনাথ জানিয়েছে, রাজ্যগুলোর রাজস্ব ঘাটতি কমানোর অন্যতম উপায় হল ভর্তুকি হ্রাস করা। সঠিকভাবে ভর্তুকি ব্যবহার না করা গেলে, তাকে অদক্ষ ভর্তুকি বলা যেতে পারে। এর ফলে সুবিধাভোগীর থেকে অর্থ পুনরুদ্ধার করা কখনই সম্ভব হয় না। রাজ্যের অর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য অদক্ষ ভর্তুকি হ্রাস করা অত্যন্ত প্রয়োজন। টিভি সোমনাথ বৈঠকে বলেন, রাজ্যগুলোর ৯০ শতাংশ রাজস্ব বেতন, পেনশন, বিনামূল্যে পরিষেবা ও ভর্তুকির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যার ফলে রাজ্যগুলো পুঁজি তৈরিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজ্যগুলোর ঋণের হার বেড়ে চলেছে।

ভোল-বদলের পালা অব্যাহত, উদ্ধব ঠাকরের সমর্থনে কান্নাকাটির পর শিন্ডেকে ভোট সেনা বিধায়কেরভোল-বদলের পালা অব্যাহত, উদ্ধব ঠাকরের সমর্থনে কান্নাকাটির পর শিন্ডেকে ভোট সেনা বিধায়কের

English summary
Centre tips to states to slash deficit to control subsidies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X