For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ার ইণ্ডিয়ার বেসরকারিকরণ করা না হলে বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা : কেন্দ্র সরকার

এয়ার ইণ্ডিয়ার বেসরকারিকরণ করা না হলে বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা : কেন্দ্র সরকার

  • |
Google Oneindia Bengali News

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী বুধবার রাজ্যসভায় বলেন, বেসরকারীকরণ না করা হলে বন্ধ হয়ে যেতে পারে বিমান সংস্থা এয়ার ইণ্ডিয়ার পরিষেবা। যদিও ওই সংস্থার কর্মচারীদের জন্য বিকল্প একটি চুক্তির কথাও বলেন তিনি।

এয়ার ইণ্ডিয়ার বেসরকারিকরণ করা না হলে বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা : কেন্দ্র সরকার


ওয়াকিবহাল মহলের ধারণা এই মন্তব্যেরর মাধ্যমে কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতিকেই প্রকাশ্যে নিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এরপরই এই নিয়ে জোর চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, 'আমরা এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণ না করা হলে, কোথা থেকে টাকা আসবে এই সংস্থা চালানোর জন্য? এখন এয়ার ইন্ডিয়া প্রথমসারির সম্পদ। আর তাই আমরা এখন ‌ক্রেতা পাচ্ছি বিক্রি করার জন্য। আমরা যদি এখন নৈতিকতা নিয়ে বসে থাকি পরিস্থিতি নিয়ে বসে থাকি তাহলে এটাকে চালানো কঠিন হয়ে যাবে।’

এখানে না থেমে রাজ্যসভায় এদিন তিনি আরও জানান, এয়ার ইন্ডিয়ার কর্মীদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বেসরকারিকরণের জন্য চূড়ান্ত সময়সীমা নিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিনিয়োগ কারীর সঙ্গে কথাও পাকা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ‌

English summary
central government taking The final step for privatization of Air India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X