For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাম্পা কোলা: কথায় কাজ না মিটলে আজই বলপ্রয়োগ করতে পারে বিএমসি

Google Oneindia Bengali News

ক্যাম্পা কোলা: কথায় কাজ না মিটলে আজই বলপ্রয়োগ করতে পারে বিএমসি
মুম্বই, ২১ জুন : ক্যাম্পা কোলার বাসিন্দাদের চাপের মুখে পড়ে অন্য পন্থা অবলম্বন করেছিল বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) আধিকারিকরা। বলপ্রয়োগ না করে যদি আলোচনার মাধ্যমে যদি পরিস্থিতি সামলানো যায় তারই চেষ্টা চালিয়েছিলেন তাঁরা।

শুক্রবার সারাদিন নাটকীয় পরিস্থিতির মধ্যে। উচ্ছেদ আটকাতে মানবশৃঙ্খল গঠন করেন বিএমসি আধিকারিকদের আটকানোর আপ্রাণ চেষ্টা চালান বাসিন্দারা। বিএমসির বিরোধিতায় স্লোগানও দেওয়া হয়। হাত জোর করে বিএমসি আধিকারিকদের ফিরে যেতে অনুরোধ জানানো হয়। ক্যাম্পা কোলার আবাসন চত্ত্বরে যজ্ঞ পর্যন্ত করা হয়।

বিএমসি আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার ফিরে এলেও শনিবার ফের ক্যাম্পা কোলা আবাসনে তাঁরা যাবেন। সেখানে গিয়ে বাসিন্দাদের শান্তিতে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তার পরেও যদি তাঁদের ঢুকতে দেওয়া না হয় তবে বলপ্রয়োগ করা ছাড়া কোনও উপায় থাকবে না বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বস্তির নিঃশ্বাস ক্যাম্পা কোলার বাসিন্দাদের

আরও পড়ুন : ক্যাম্পা কোলা আবাসন ভাঙাতে স্থগিতাদেশের আর্জি খারিজ শীর্ষ আদালতের

আরও পড়ুন : ক্যাম্পা কোলার অবৈধ আবাসন ভাঙতে বাধা, উচ্ছেদ বন্ধ করতে বিএমসিকে অনুরোধ আবাসিকদের

নাম প্রকাশে অনিচ্ছুক বিএমসির এক আধিকারিক জানিয়েছেন, আগেরবার আমরা বলপ্রয়োগ করায় আবাসনের বাসিন্দারা জণগণের সমবেদনা পেয়েছিল। এমনকী শীর্ষ আদালতও তাদের সমবেদনা দেখিয়ে কিছুদিনের সময় দিয়েছিল। আমরা শান্তিতেই পুরো পক্রিয়াটি সম্পন্ন করতে চাই। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের সামনে আমাদের হাতও বাঁধা। আমাদের একটি সুষ্ঠু পরিকল্পনা দরকার এই অবৈধ নির্মাণ ভাঙার পক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

বাসিন্দারা চাইছেন বিএমসি কোর্টে পিটিশন দায়ের করুক,তাতে মাসখানেকের সময় পাওয়া যাবে

সিএনএন আইবিএন-এর একটি খবর অনুযায়ী, শুক্রবার ক্যাম্পা কোলা সোসাইটির বাসিন্দাদের বেআইনি সমাবেশের জন্য তাঁদের বিরুদ্ধে শনিবার একটি এফআইআর দায়ের করেছে বিএমসি।

বিএমসি আধিকারিকরা জানিয়েছেন, অবমাননার একটি পিটিশন দায়ের করা একটি উপায় হতে পারে। তার পর সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে এবং শীর্ষ আদালতই ঠিক করবে এই পদক্ষেপের কী সাজা হওয়া উচিত। কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে গেল মাস খানেক সময় লেগে যাবে।

এদিকে ক্যাম্পা কোলার বাসিন্দারা নিজেরাই চাইছেন যে বিএমসি পিটিশন দায়ের করুক। এ ব্যাখ্যা দিয়ে এক বাসিন্দা জানিয়েছেন, "যদি বিএমসি আধিকারিকরা ফিরে গিয়ে শুধুমাত্র একটি পিটিশন দায়ের করেন তাহলে আমরা হাতে মাস খানেক সময় পাব। ওই সময়ের মধ্যে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সাধারণ বিধি লাগু হয়ে যাবে। নতুন সরকার গঠন হবে। আমরা নয়া মুখ্যমন্ত্রীর কাছে যাব। আশা করি তিনি আমাদের ভিটে বাঁচাবেন।

English summary
Campa Cola: If talks fail, BMC may use force today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X