For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাম্পা কোলা আবাসন ভাঙাতে স্থগিতাদেশের আর্জি খারিজ শীর্ষ আদালতের

Google Oneindia Bengali News

ক্যাম্পা কোলা আবাসন : বেআইনি নির্মাণ ভাঙাতে স্থগিতাদেশের আর্জি খারিজ শীর্ষ আদালতের
নয়াদিল্লি, মুম্বই, ৩ জুন : মুম্বইয়ের ক্যাম্পা কোলা আবাসনের বাসিন্দাদের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই আবাসনের অবৈধ নির্মাণ ভাঙা এবং উচ্ছেদের বিরোধিতায় সুপ্রিম কোর্টেক কাছে আর্জি জানিয়েছিলেন আবাসনের বাসিন্দারা। সুপ্রিম কোর্ট গত বছর ১৩ নভেম্বর আবাসনে বেআইনি নির্মাণ ভাঙাতে স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত। আদালত জানিয়েছিল ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত ভাঙা যাবে না আবাসনের বেআইনি নির্মাণ।

শীর্ষ আদালতের দেওয়া মেয়াদ শেষ হয়ে আসায় গত সপ্তাহে বাসিন্দারা আদালতের কাছে আবাসনে বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানান। বিচারপতি জগদীশ সিং খেহার এবং বিচারপতি সি নাগাপ্পানের বেঞ্চ আজ সেই আর্জির শুনানির দিন হিসাবে ধার্য করেছিলেন।

আরও পড়ুন : মুম্বইয়ের অবৈধ নির্মান,উচ্ছেদকাজে বাধা আবাসিকদের

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বস্তির নিঃশ্বাস ক্যাম্পা কোলার বাসিন্দাদের

২০০৫ সাল থেকে এই ক্যাম্পা কোলা আবাসিকদের সঙ্গে আইনি লড়াই চলে আসছে। প্রথমে জল সংযোগ ও নিয়মিতকরণের দাবী নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবাসিকরা। আদালত তৎকালীন পুর কমিশনারকে এবিষয়ে সময়ভিত্তিক ব্যবস্থা নেওয়ার জন্য আদেশও দিয়েছিল।

পুর কমিশনার নির্মাতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে ওই আবাসনের পাঁচ তলার উপর থেকে ১০২টি ফ্ল্যাট উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করেন। বলা হয়, নির্মাতার কাছে পাঁচ তলা পর্যন্ত নির্মানের অনুমতি ছিল, কিন্তু তা অমান্য করেই বহুতল নির্মাণ করা হয়েছে। তাই এই তা বেআইনি।

English summary
Campa Cola: Supreme Court Declines to Stay Demolition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X