For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মক্ষেত্রে ‘হেই’ সম্ভাষণ আপত্তিকর! ভাইরাল পোস্টে পাল্টা ‘বস’কে কর্মজগতের পাঠ নেটিজেনদের

কর্মক্ষেত্রে ‘হেই’ সম্ভাষণ আপত্তিকর! ভাইরাল পোস্টে পাল্টা ‘বস’কে কর্মজগতের পাঠ নেটিজেনদের

Google Oneindia Bengali News

রেডডিট ব্যবহারকারী এক ব্যক্তি তাঁর 'বস'-এর সঙ্গে হোয়াটস অ্যাপের কথপোথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি বসকে 'হেই' বলে সম্ভাষণ করেছেন। যা মোটেই ভালোভাবে নেননি ওই ব্যক্তির 'বস'। তাঁকে কর্মজগতের আদব-কায়দা মেনে চলার পরামর্শ দিলেন। সোশ্যাল মিডিয়া বর্তমানে এই স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা যদিও অবাক 'বস'-এর ব্যবহারে। কারণ তাঁরাও যে এই সম্ভাষণে অভ্যস্ত।

বিতর্কের কেন্দ্রবিন্দু স্ক্রিনশট

বিতর্কের কেন্দ্রবিন্দু স্ক্রিনশট

স্ক্রিনশটে দেখা যায়, শ্রেয়স নামের ব্যক্তিকে 'হাই' বলে সম্বোধন করছেন এক ব্যক্তি। সেখানে তিনি কোনও পরীক্ষা জমা দেওয়ার কথা বলছেন। উত্তরে শ্রেয়স নামের ব্যক্তি 'হেই' বলে তাঁর বসকে সম্ভাষণ করেন। তিনি জানান, এখনও তিনি সেই পরীক্ষাটি জমা দেননি। 'হেই' সম্ভাষণে অসন্তোষ প্রকাশ করেন ব্যক্তিটির 'বস'। হোয়াটস অ্যাপে তিনি কর্মক্ষেত্রে আদব-কায়দা মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, 'হেই' বলে কখনও সম্ভাষণ করা যায় না কর্মক্ষত্রে। এতে তিনি বিরক্ত। পাশাপাশি তিনি নিজের অধস্তন কর্মচারীকে বলেন, 'দয়া করে হেই শব্দটি ব্যবহার করবেন না। এটা আমার জন্য আপত্তিজনক। আপনি আমার নাম মনে করতে না পারলে শুধু হাই বলেই সম্ভাষণ করতে পারেন।' পাশাপাশি তিনি বলেন, 'ডুড', 'ম্যান', 'চ্যাপ' বা 'চিক' জাতীয় শব্দ ব্যবহার করা অপেশাদার মনোভাব প্রকাশ করে। পাশাপাশি তিনি জানিয়ে দেন, একাধিক কোনও ব্যক্তিকে একসঙ্গে সম্ভাষণ না করলে 'হাই' শব্দটিও কর্মক্ষেত্রে ব্যবহার করা যায় না।

আত্মপক্ষ সমর্থনে পাল্টা যুক্তি

আত্মপক্ষ সমর্থনে পাল্টা যুক্তি

শ্রেয়স আত্মপক্ষ সমর্থনে বলেন, 'আমরা লিঙ্কডইন বা ইমেলে কথা বলছি না, যে আদব-কায়দা মেনে কথা বলতে হবে। আমরা হোয়াটস অ্যাপে কথা বলছি। আপনি আমার ব্যক্তিগত ফোন নম্বরে হোয়াটস অ্যাপ করেছেন।' পাল্টা ওই ব্যক্তি বলেন, 'হোয়াটস অ্যাপ এখন কর্মজগতের অন্যতম গুরুতর মাধ্যম। সেখানেও আদব-কায়দা মেনে কথা বলা প্রয়োজন। আমি আমার মানসিকতা আপনার ওপর চাপিয়ে দিচ্ছি না। আপনি যদি আমার কথা বুঝতে পারেন ভালো। না হলে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পেরে যাবেন।'

নেটিজেনদের প্রতিক্রিয়া

নেটিজেনদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এই স্কিনশট উঠে আসছে। একজন বলেছেন, 'হেই শব্দটি খুবই গ্রহণযোগ্য। অফিসে সহকর্মী বা দলের সদস্যদের এই সম্ভাষণ করা যেতেই পারে। আমি ও আমার সহকর্মীরা এই সম্ভাষণেই অভ্যস্ত।' কেউ লিখেছেন, আমি এবার আক্ষরিক অর্থেই সকলকে চ্যাপ বলে সম্বোধন করব।' অন্য এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'হেই কর্মক্ষেত্রে সহকর্মীদের লেখা যায় না! কিন্তু ইমোজি ব্যবহার করা যায়।'

শিবসেনায় এবার শুরু হবে প্রতীক নিয়ে লড়াই, রিয়েল বনাম রেবেল মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনেশিবসেনায় এবার শুরু হবে প্রতীক নিয়ে লড়াই, রিয়েল বনাম রেবেল মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনে

English summary
Boss offended to employee hey on WhatsApp screenshot viral on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X