For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোন থেকে চিনা অ্যাপ সরালেই মিলবে 'ফ্রি মাস্ক'! করোনা-লাদাখের জোড়া প্রচার বিজেপির

Google Oneindia Bengali News

ফোন থেকে চিনা অ্যাপ ডিলিট করলেই বিজেপি বিধায়ক এবার থেকে দেবেন বিনামূল্যে মাস্ক। করোনা পরিস্থিতি মাস্ক মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর এভাবেই ভারতে চিনা অ্যাপ বিরোধী প্রচারে নামলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল।

টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ

টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ

প্রসঙ্গত, লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তারপরই গুগল ও অ্যাপল সংস্থার তরফে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়৷ এরপরই এসব অ্যাপ যাঁদের ফোনে আছে, তাঁদেরকে সেই অ্যাপ ডিলিট করার আহ্বান জানালেন বিজেপি বিধায়ক।

সীমান্তে ভারত-চিন সংঘর্ষ

সীমান্তে ভারত-চিন সংঘর্ষ

এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷ ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার৷ এরপর গতকালই টিকটক, উইচ্যাটের মতো ৫৯টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র৷

অ্যাপ ব্যান নিয়ে কেন্দ্রের বক্তব্য

অ্যাপ ব্যান নিয়ে কেন্দ্রের বক্তব্য

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়, এই অ্যাপগুলির তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে ইতিমধ্যে অনেক নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই মন্ত্রকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমও নাগরিকদের থেকে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে৷'

অভিযোগ অস্বীকার টিকটকের!

অভিযোগ অস্বীকার টিকটকের!

সংস্থাগুলিকে সরকারের প্যানেলের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে, অ্যাপগুলিকে নিষিদ্ধই রাখা হবে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে৷ এদিকে টিকটকের তরফে জানানো হয়েছে, এই অ্যাপ 'ভারতীয় আইনের অধীনে তথ্য গোপনীয়তা এবং সুরক্ষার প্রয়োজনীয়তা মেনে চলে৷' আজ সকালে একটি বিবৃতিতে জানানো হয়, 'চিনা সরকার-সহ কোনও বিদেশি সরকারের সঙ্গেই' ভারতের কোনও গ্রাহকের তথ্য এই অ্যাপ ফাঁস করেনি৷ 'যদি আমাদের অনুরোধ করা হয় তাহলে ভবিষ্যতেও আমরা একাজ করব না৷'

<strong>চিন-পাক জোটকে পাল্টা মার দিতে তৈরি ভারত! লাদাখ ও কাশ্মীরে তোড়জোড় শুরু সেনার</strong>চিন-পাক জোটকে পাল্টা মার দিতে তৈরি ভারত! লাদাখ ও কাশ্মীরে তোড়জোড় শুরু সেনার

English summary
BJP MLA from Uttar Pradesh to give away free masks to fight Coronavirus if one deletes Chinese apps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X