For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-পাক জোটকে পাল্টা মার দিতে তৈরি ভারত! লাদাখ ও কাশ্মীরে তোড়জোড় শুরু সেনার

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারত ও চিনের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এরই মাঝে কাস্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। আর এরই মাঝে জানা গিয়েছে, গিলগিট-বালতিস্তানে প্রায় ২০ হাজার বাড়তি সেনা পাঠিয়েছে পাকিস্তান। লক্ষ্য, চিনা বাহিনীকে সহায়তা প্রদান করা।

লাদাখে চিনের চোখ রাঙানি

লাদাখে চিনের চোখ রাঙানি

এদিকে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চিনের পিপল'স লিবারেশন আর্মি৷ তবে, ভারতের উদ্বেগ বাড়াচ্ছে জিনজিয়াংয়ে মোতায়েন চিনের ১০-১২ হাজার সেনা৷ এই পরিস্থিতিতে এবার লাদাখ পরিদর্শনে যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। শুক্রবারই তাঁরা লাদাখে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

প্রস্তুতির খামতি নেই ভারতের তরফে

প্রস্তুতির খামতি নেই ভারতের তরফে

দুই দিক দিয়ে শত্রুপক্ষ যখন ঘিরে ধরেছে ভারতকে, তখন প্রস্তুতির খামতি নেই সেনার তরফেও। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনা সমারোহ বাড়ার সঙ্গেই ভারতও কিন্তু সমরসজ্জা শুরু করে দিয়েছে। দখলদারি রুখতে ও চিনা সেনাকে ধাওয়া করতে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক স্পিডবোট। যার সাহায্যে চিনা সেনাকে ভারত দূরে রাখতে পারবে।

লাদাখে মোতায়েন ৪৫ হাজার সেনা

লাদাখে মোতায়েন ৪৫ হাজার সেনা

এছাড়া সেনা বাহিনীর তিনটি ডিভিশনকে মোতায়েন করে, ভারতও শক্তি বাড়িয়েছে। সবচেয়ে শক্তিশালী টি-৯০ ভীষ্ম ট্যাংকও ক'দিন হল নিয়ে আসা হয়েছে পূর্ব লাদাখে। বর্তমানে লাদাখে ৪৫ হাজার সেনা রয়েছে বলে খবর। পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম সহ ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট ও হেলিকপ্টর মোতায়েন রয়েছে লাদাখে।

কাশ্মীরে নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা

কাশ্মীরে নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা

তবে প্রথম দিকে কাশ্মীর থেকে সেনা নিয়ে আসা হচ্ছিল লাদাখে। সেই সুযোগে কাশ্মীরে বেড়ে যায় জঙ্গি তৎপরতা। এরই মাঝে গোয়েন্দাদের কাছে খবর আসে যে চিন পাক জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসে ভারতকে চাপে রাখতে। আর এবার তাই লাদাখের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা।

'কন্টিনডেন্সি ৩' প্ল্যান

'কন্টিনডেন্সি ৩' প্ল্যান

পাকিস্তান ও চিন একসঙ্গে ভআরতের উপর হামলা চালালে তার জন্য সেনা 'কন্টিনডেন্সি ৩' প্ল্যান তৈরি করে রেখেছিল ২০১৪ সাল থেকেই। দুই তরফে যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও তা কখনই উড়িয়ে দেওয়া যায় না। আর এর জেরেই কাশ্মীরেও এবার সেনা বাড়াতে শুরু করেছে ভারত।

<strong>লাদাখের পাল্টা দাওয়াই হিসাবে হংকং নিয়ে সরব দিল্লি! ভারতের কড়া নজরদারিতে অস্বস্তিতে বেজিং</strong>লাদাখের পাল্টা দাওয়াই হিসাবে হংকং নিয়ে সরব দিল্লি! ভারতের কড়া নজরদারিতে অস্বস্তিতে বেজিং

English summary
Military steps up in LoC and LAC Simultaneously as Pakistan and China threats India with Ladakh and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X