For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পি চিদাম্বরমের আর্থিক দুর্নীতির তদন্তে ছিলেন, প্রাক্তন ED কর্তা রাজেশ্বর সিং-কে টিকিট দিল BJP

পি চিদাম্বরমের আর্থিক দুর্নীতির তদন্তে ছিলেন, প্রাক্তন ED কর্তা রাজেশ্বর সিং-কে টিকিট দিল BJP

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের দিন যত সামনে আছে উত্তরপ্রদেশ ভোট যেন ততই নতুন উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে৷ একাধিক নেতার এ দল থেকে ও দল যাওয়া তো ছিলই৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম সচিব রাজেশ্বর সিং-কে লখনউ থেকে প্রার্থী করে নতুন করে আলোচনার সুযোগ দিল বিজেপি৷

কোন আসনে প্রার্থী রাজেশ্বর?

কোন আসনে প্রার্থী রাজেশ্বর?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম পরিচালক রাজেশ্বর সিং বিজেপির টিকিটে সরোজিনী নগর আসন থেকে উত্তর প্রদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ অন্তত বিজেপির সদ্য প্রকাশিত আরও একটি প্রার্থী তালিকা সেটাই স্পষ্ট করল৷ কিছুদিন কেন্দ্রীয় সরকারের চাকরি (ED-র) স্বেচ্ছা অবসর প্রকল্পের (ভিআরএস) অধীনে সংস্থা থেকে অবসর নিয়েছেন রাজেশ্বর সিং। সরোজিনী নগর আসন, যা মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী স্বাতী সিং এবং তার স্বামী দয়াশঙ্কর সিং-এর নজরে ছিল! এখানে বিজেপি প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার রাজেশ্বর সিংকে প্রার্থী করেছে।

কী বলছেন কার্তি চিদাম্বরম?

কী বলছেন কার্তি চিদাম্বরম?

রাজেশ্বরের বিজেপি প্রার্থী হওয়ার খবরে টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন কার্তি চিদাম্বরম। তিনি বিজেপি এবং ইডিকে কটাক্ষ করে লিখেছেন, 'বিজেপিতে যোগ দেওয়ার জন্য ইডি থেকে ভিআরএস নেওয়া আদপে সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা থেকে মূল সংস্থায় চলে যাওয়ার মতো।' রাজেশ্বর সিং এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির মামলায় কার্তি চিদাম্বরম এবং তার বাবা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছিলেন। এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির মামলা ছাড়াও, রাজেশ্বর সিং তদন্তকারী দলের অংশ ছিলেন যারা ২০০৯ সাল থেকে ইউপিএ সরকারের সঙ্গে সম্পর্কিত প্রতিটি দুর্নীতির মামলা তদন্ত করে।

২-জি স্পেকট্রাম দুর্নীতির তদন্তেও ছিলেন রাজেশ্বর!

২-জি স্পেকট্রাম দুর্নীতির তদন্তেও ছিলেন রাজেশ্বর!

যার মধ্যে রয়েছে ২জি স্পেকট্রাম মামলা, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি এবং কয়লা খনি কেলেঙ্কারি। এই প্রতিটি মামলায়, কংগ্রেস বা তার মিত্রদের শীর্ষ নেতারা মূল অভিযুক্ত রয়েছে। তবে কার্তি খোঁচা দিলেও রাজেশ্বর সিংকে বিজেপি যোগ ও প্রার্থী হওয়ার জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। বিজেপির লোকসভা সাংসদ নিশিকান্ত দুবে তাদেরই একজন৷ নিশিকান্ত দুবেকে উত্তর দিয়ে রাজেশ্বর সিং বলেছেন, 'অনেক ধন্যবাদ ভাই। আপনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আপনার আশীর্বাদ সবসময় আমার জন্য শক্তির উৎস হয়েছে।'

English summary
BJP gives ticket to former ED Joint Secretary Rajeshwar Singh, who was once investigate P Chidambaram's financial corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X