For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বিধানসভা ভোটের আগে ‘পূর্ণ রাজ্যের’ দাবিতে এনডিএ শরিক নীতীশকে পাশে পেল আম আদমি পার্টি

দিল্লিতে বিধানসভা ভোটের আগে ‘পূর্ণ রাজ্যের’ দাবিতে নীতীশ কুমারকে পাশে পেল আম আদমি পার্টি

  • |
Google Oneindia Bengali News

দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি অনেকদিন আগেই করেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর করা দাবিকে সমর্থন করে একটি জনসভায় বক্তব্য রাখতে দেখা গেল বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমারকে। তিনি আবার এনডিএ শরিকও বটে।

সরব আম আদমি পার্টি

সরব আম আদমি পার্টি

দক্ষতার সঙ্গে প্রশাসন চালাতে ও জন পরিষেবা গুলিকে সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছে দিতে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে অতীতে অনেকবারই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে আপের একাধিক নেতা-মন্ত্রীকে। বর্তমানে দিল্লির পুলিশি ব্যবস্থা সহ প্রশাসনের একাধিক বিষয় রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে।

পাশে জেডিইউ

পাশে জেডিইউ

এদিকে দিল্লির পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভের প্রসঙ্গে বুধবার প্রকাশ্যেই জোরালো সওয়াল করতে দেখা গেল বিহারে বিজেপির শরিক দল জেডিইউ প্রধান নীতীশ কুমারকে। দিল্লিতে একটি জনসভায় এসে বিহারের মুখ্যমন্ত্রী জানান আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দেখা যাবে জেডিইউ-কে। এই প্রসঙ্গে বলতে গিয়ে জেডিইউ এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় ঝাঁ সংবাদমাধ্যমে বলেন আসন্ন ২০২০ বিধানসভা নির্বাচনে তাদের দল ‘সম্পূর্ণ শক্তি' দিয়েই ঝাঁপাতে চলেছে।

বিজেপি-জেডিইউ ফাটল

বিজেপি-জেডিইউ ফাটল

সূত্রের খবর, বিহার বন্যার পর থেকে একাধিক ইস্যুতে বিজেপি-জেডিইউ জোটের ফাটল ক্রমশ চওয়া হচ্ছিল। এমনিকে বিহারে দশেরার মঞ্চে বিজেপি- জেডিইউ দ্বৈরথ চরমে ওঠে। বিধানসভা নির্বাচনে পূর্বাঞ্চল এবং বিহারের অভিবাসী ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই এখন থেকেই রাজ্যের স্বায়ত্তশাসন নিয়ে সুর চড়াতে শুরু করেছে জেডিইউ, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। যদিও ২০১৫-র বিধানসভা নির্বাচনে লড়াই করলেও একটিও আসন পায়নি জেডিইউ।

 নীতীশের কি ফের ইউ টার্ন

নীতীশের কি ফের ইউ টার্ন

অন্যদিকে চলতি বছরেই শুরুতেই লোকসভা ভোট পরবর্তী সময়ে কেন্দ্রে সরকার গঠনের প্রেক্ষিতে বিজেপি সরকারের সঙ্গে হাত মেলাতে রাজি হয়নি জেডিইউ। এখন দিল্লির বিধানসভা ভোটের কিছু দিন আগে রাজ্যের পূর্ণ স্বরাজ সম্পর্কে নীতীশ কুমারের এই অবস্থানে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

English summary
BJP ally JDU, now standing beside AAP’s 'full statehood' demand for delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X