For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশ মন্ত্রিসভায় জোরালো ধাক্কা দিতে ফের তেজস্বী সক্রিয়! বিহারে নয়া শিক্ষামন্ত্রী আরজেডির ফোকাসে

  • |
Google Oneindia Bengali News

নীতীশ মন্ত্রিসভা শপথ নিতেই সেখানে শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরিকে টার্গেট করে সফল হয় আরজেডি। আরজেডি প্রথম থেকেই মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সরব হয়েছে। শেষে মেওয়ালালের পদত্যাগের পর, তেজস্বী যাদব রণং দেহি মেজাজে ফের একবার নীতীশ মন্ত্রিসভাকে টার্গেটে রেখে এগিয়ে চলেছেন।

রণং দেহি মেজাজে তেজস্বী!

রণং দেহি মেজাজে তেজস্বী!

আরজেডি নেতা তথা লালুপ্রসাদের পুত্র তেজস্বী কার্যত বিহারের মসনদকে পাখির চোখ করে রাজনৈতিক একের পর এক চালে নীতীশ শিবিরকে কুপোকাত করতে চাইছেন। বিহারে ২০২০ সালে নীতীশ মন্ত্রিসভায় প্রথম শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার সেই জায়গায় আসা দ্বিতীয় শিক্ষাপমন্ত্রীকে টার্গেট করেছেন তেজস্বী।

দুর্নীতির মামলা নিয়ে তেজস্বীর দাবি

দুর্নীতির মামলা নিয়ে তেজস্বীর দাবি

তেজস্বী এদিন, একটি টুইটে লেখেন, একজন ভ্রষ্ট শিক্ষামন্ত্রীকে হঠাতে হাতেই দ্বিতীয় এমন একজন ব্যক্তিকে শিক্ষামন্ত্রী করা হয়েছে , যাঁর ওপর সপরিবারে কোটি কোটি টাকার জালিয়াতির সিবিআই তদন্ত হচ্ছে। প্রসঙ্গত, বিহারে জেডিইউ প্রেসিডেন্ট অশোক চৌধুরিকে মেওয়ালাল চৌধুরির জায়গায় শিক্ষামন্ত্রী হিসাবে স্থান দেওয়া হয়েছে। আর সেই অশোক চৌধুরিকে নিয়েই এবার আক্রমণ শানাচ্ছেন তেজস্বী।

 ভোট পরবর্তী তীব্র সংঘাতে জেডিইউ, আরজেডি!

ভোট পরবর্তী তীব্র সংঘাতে জেডিইউ, আরজেডি!

এরপরই ওই টুইটে তেজস্বী লেখেন, 'নীতীশজির কি এমন বাধ্যতা রয়েছে যে শিক্ষা ব্যবস্থা শোধরানোর জায়গায়, এমন একজনকে মন্ত্রীপদ দিলেন, যিনি কোনও সদনের সদস্য নন?' এরপরই তেজস্বী খোঁচার সুরে প্রশ্ন তোলেন, এমন একজনকে শিক্ষামন্ত্রী পদ দেওয়ার নেপথ্যে কোন রহস্য রয়েছে?

এরপরই ওই টুইটে তেজস্বী লেখেন, 'নীতীশজির কি এমন বাধ্যতা রয়েছে যে শিক্ষা ব্যবস্থা শোধরানোর জায়গায়, এমন একজনকে মন্ত্রীপদ দিলেন, যিনি কোনও সদনের সদস্য নন?' এরপরই তেজস্বী খোঁচার সুরে প্রশ্ন তোলেন, এমন একজনকে শিক্ষামন্ত্রী পদ দেওয়ার নেপথ্যে কোন রহস্য রয়েছে?

এরপরই ওই টুইটে তেজস্বী লেখেন, 'নীতীশজির কি এমন বাধ্যতা রয়েছে যে শিক্ষা ব্যবস্থা শোধরানোর জায়গায়, এমন একজনকে মন্ত্রীপদ দিলেন, যিনি কোনও সদনের সদস্য নন?' এরপরই তেজস্বী খোঁচার সুরে প্রশ্ন তোলেন, এমন একজনকে শিক্ষামন্ত্রী পদ দেওয়ার নেপথ্যে কোন রহস্য রয়েছে?

এর আগে তেজস্বীর আরজেডির তরফে নীতীশ কুমারকে আরজেডি মহাজোটে জোটবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানানো হয়। আরজেডির এক নেতা দাবি করেন, আর কিছুদিনের মধ্যে এনডিএ সরকার বিহারে এমনিতেই পড়ে যাবে। সেক্ষেত্রে নীতীশ কুমারের উচিত গদি বাঁচাতে আরজেডির হাত ধরা।

English summary
Bihar post poll politics, New Education Min Ashok Choudhary now targeted by Tejashwi for Money laundering case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X