For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা নির্বাচন ২০২০: দ্বিতীয় দফা ভোটে প্রার্থী সংখ্যা থেকে ভোটার সংখ্যা নিয়ে কিছু তথ্য

রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Eelections 2020)দ্বিতীয় পর্ব (second phase)। আর সেদিকে তাকিয়ে গোটা দেশ। গোবলয়ের রাজনীতিতে বিহারের বিধানসভা নির্বাচন বহু অঙ্ক স্থির করে দেয়।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Eelections 2020)দ্বিতীয় পর্ব (second phase)। আর সেদিকে তাকিয়ে গোটা দেশ। গোবলয়ের রাজনীতিতে বিহারের বিধানসভা নির্বাচন বহু অঙ্ক স্থির করে দেয়। একনজরে দেখে নেওয়া যাক এই নির্বাচন ঘিরে কিছু পরিসংখ্যান।

 বিহার ভোটের দ্বিতীয় দফা ২০২০ পরিসংখ্যান

বিহার ভোটের দ্বিতীয় দফা ২০২০ পরিসংখ্যান

বিহারে ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে মঙ্গলবার ভোরে ৯৪ টি আসনের লড়াই হবে। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ পর্বে বিহারের পারদ চড়বে। দ্বিতীয় দফার এই ভোট কার্যত বিহারে হারজিতের ভাগ্য স্থির করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদেরদ দাবি। আগামীকাল ২.৮৫ কোটি জনতা নির্ধারণ করবেন প্রার্থীদের ভাগ্য।

প্রার্থী, পোলিং স্টেশন সংখ্যা

প্রার্থী, পোলিং স্টেশন সংখ্যা

৩ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার ভোটে ১৭ টি জেলায় ভোটগ্রহণ হবে। মোট ৪১, ৩৬২ টি পোলিং স্টেশন রয়েছে। প্রার্থী রয়েছেন মোট ১৪৬৩জন। পাটনা , ভাগলপুর, নালন্দাতে পোলিং স্টেশন গঙ্গার উত্তরে রাখা হয়েছে।

 সবেচেয়ে বেশি ও কম প্রার্থী কোথায় ?

সবেচেয়ে বেশি ও কম প্রার্থী কোথায় ?

বিহারে সবচেয়ে কম প্রার্থী রয়েছে দারাউলাতে। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মহারাজগঞ্জে। দারাউলাতে একজন প্রার্থী অন্যদিকে, মহারাজগঞ্জে ২৭ জন প্রার্থী।

দ্বিতীয় দফার ভোটে নজরে কোন কোন এলাকা?

দ্বিতীয় দফার ভোটে নজরে কোন কোন এলাকা?

বিহারে দ্বিতীয় দফার ভোটে ৯৪ টির মধ্যে ১১ টি আসনের দিকে নজর থাকবে সকলের। এরমধ্যে পাটনা সাহিব, নালন্দা, সিওয়ান কুচাইকোটা, বারুরাজ, বারাউলি, ঝাঁঝরপুর, শেওহার,চানপাতিয়া,বেতিয়া, বিহারশরিফ গুরুত্বপূর্ণ এলাকা।

English summary
Bihar assembly elections 2020, know detailed information of second phase voting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X