For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস, আভাস আইবি রিপোর্টে

  • By Vicky Nanjappa
  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয়বারের জন্য রাজ্য প্রশাসন চালানোর দায়িত্ব পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৯ মে ২০১৬ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণা হবে। তার আগে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) রিপোর্টে আভাস, রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বাংলায় কোন দল পাবে কটি আসন? দেখে নিন বুথ ফেরত সমীক্ষার ফলাফল

বিধানসভা নির্বাচন ২০১৬-র সমস্ত খবরের আপডেট পড়ুন

আইবি রিপোর্টের আভাস অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১৮৪টির বেশি বিধানসভা আসনে জয়ী হতে চলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোং-এর ক্ষমতায় ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।

রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস, আভাস আইবি রিপোর্টে

আইবি রিপোর্ট অনুযায়ী, নির্বাচন শুরুর আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ফের মমতাই ক্ষমতায় ফিরতে চলেছেন। ১৮৪টির বেশি আসন তৃণমূল পাবে এমনটাও নানা সমীক্ষায় স্পষ্ট হয়েছে। পরের দিকে কিছুটা রদবদল হলেও ১০টি আসন বড়জোর কমবেশি হতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও অসুবিধা হবে না।

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে, কয়েক ঘণ্টার ব্যবধানে সবার আগে দলের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এছাড়া প্রচারেও তারকা প্রার্থী ও অন্যান্য তারকাদের এনে বাকী দলগুলিকে টেক্কা দিয়েছে মমতার দল।

অন্যদিকে, বাম-কংগ্রেস জোট বা আসন সমঝোতার বিষয়টি দিনের আলো দেখতে দেখতেই প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল। কিছু জায়গায় বাম-কংগ্রেস বন্ধুত্বপূর্ণ লড়াইও আখেড়ে লাভের ভাগ তুলে দিয়েছে তৃণমূল নেতৃত্বের হাতে।

এছাড়া আইবি রিপোর্ট আরও বলছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও নির্বাচনে লড়তে গেলে একজনকে সামনে রেখে লড়তে হয়। তৃণমূলের ক্ষেত্রে প্রথম থেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম-কং জোটের ক্ষেত্রে সেভাবে কোনও মুখকেই তুলে ধরে প্রচার হয়নি। সেইক্ষেত্রেও এগিয়ে থেকেছে তৃণমূল।

উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় জোটের আসন জেতার সম্ভাবনা অনেক বেশি থাকলেও দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতোই ভালো ফল করবে বলে আভাস আইবি রিপোর্টে। দক্ষিণবঙ্গের বিপুল আসনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইবছরের ভোট বৈতরণী পার করিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

English summary
Big win for TMC in West Bengal, says IB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X