For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের রাজভবনে শপথ নেবেন না ভগবন্ত মান! জিতেই ঘোষণা করলেন কোন দুই বিরাট পদক্ষেপ?

Google Oneindia Bengali News

বিপুল জনসমর্থন নিয়ে পাঞ্জাবে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল খুশি 'ছোট ভাই' ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে। ১১৭ আসনের বিধানসভায় এখনও অবধি ৯২টি আসন দখলের দিকে এগোচ্ছে কেজরির দল। দিল্লি, পাঞ্জাবের পর ইনকিলাব এবার গোটা দেশজুড়ে হবে বলে হুঙ্কার দিয়ে মহিলা, কৃষকদের একজোট হয়ে আপে যোগদানের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দুই বিরাট পদক্ষেপ

পাঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে প্রথমবার সরকার গড়বে আপ। যার মুখ্যমন্ত্রী এক সময়ের কমেডিয়ান ভগবন্ত মান। কংগ্রেসের কেবল সিং ধিলোঁকে ১ লক্ষ ১০ হাজার ২১১ ভোটে হারিয়ে সাংরুর থেকে সাংসদ হয়েছিলেন ভগবন্ত। তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই ভোটযুদ্ধে গিয়েছিল আপ। ইতিহাস গড়ার পর ভগবন্ত মানও আবেগাপ্লুত হয়ে ঘোষণা করে দিলেন দুটি বিরাট পদক্ষেপ।

ভগৎ সিংয়ের গ্রামে শপথ

ভগৎ সিংয়ের গ্রামে শপথ

মান জানিয়েছেন, চণ্ডীগড়ের রাজভবনে তিনি শপথ নেবেন না। নেবেন নওয়ানশাহর জেলার খাটকরকালানে, এই গ্রামেই জন্মেছিলেন ভগৎ সিং। ধুরি আসন থেকে কংগ্রেসের দলবীর সিং গোল্ডিকে ৫৮ হাজার ২৬ ভোটে হারানো ভগবৎ মান আজ বলেন, শপথ গ্রহণের দিন পরে ঘোষণা করা হবে। তবে ভগৎ সিংয়ের গ্রামেই হবে সেই অনুষ্ঠান। এর পাশাপাশি কোনও সরকারি দফতরে থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু রাখা থাকবে বি আর আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি।

কোন কোন ক্ষেত্রে প্রাধান্য?

কোন কোন ক্ষেত্রে প্রাধান্য?

ভগবন্ত মান আরও জানিয়েছেন, এক মাসের মধ্যেই পাঞ্জাবে অনেক পরিবর্তন সুস্পষ্ট হবে। মুখ্যমন্ত্রী হয়েই তিনি জোর দিতে চান শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী পরিকাঠামো, শিল্প, কৃষিকে লাভজনক করে তোলা, মহিলাদের নিরাপত্তা ও ক্রীড়া পরিকাঠামোর বিকাশ ঘটানোয়। যাঁরা আপকে ভোট দেননি তাঁদের প্রতিও আপ সরকার কোনও বিমাতৃসুলভ আচরণ করবে না বলে জানিয়েছেন ভগবন্ত। সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়ালও বলেছেন, আপ সরকারের জনপ্রতিনিধিদের কেউ গালিগালাজ করলেও হেসে তা প্রত্যাখ্যান করে বলতে হবে আমরা এটা গ্রহণ করব। নম্র থেকে কর্তব্যপালনের জন্যও নির্দেশ দেন কেজরি। মানুষকে ভালোবেসেই মান সরকার কাজ করবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কমেডিয়ান টু সাংসদ টু সিএম

১৯৭৩ সালে সাংরুরের গ্রামে জন্ম ভগবন্তের। কমেডিয়ান হিসেবে কেরিয়ার শুরু। ২০১১ সালে পাঞ্জাব পিপলস পার্টিতে যোগদান। লেহরাগাগা আসনে নির্বাচনে লড়ে হেরে যান। পরে ২০১৪ সালে যোগ দেন আপে। সাংরুরে সুখদেব সিং ধিন্দসাকে হারিয়ে চমক দেখিয়েছিলেন। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকেই সাংসদ হন জুগনু মস্ত মস্ত অনুষ্ঠান-সহ বিভিন্ন শোয় কমেডিয়ানের ভূমিকায় জনপ্রিয় মান। এবার তিনি হতে চলেছে পাঞ্জাবে প্রথম আপ সরকারের মুখ্যমন্ত্রী।

English summary
Bhagwant Mann Will Take Oath As Punjab Chief Minister In Bhagat Singh's Village. There Will Be No Photo Of CM In Any Government Office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X