For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারাম বাপুর, গারদেই কাটবে বাকী জীবন

ষোড়শী কিশোরীকে ধর্ষণ মামলায় এদিন সকালে স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করে জোধপুরের আদালত। সেই রায়ের পরবর্তী অংশে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ষোড়শী কিশোরীকে ধর্ষণ মামলায় এদিন সকালে স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করে জোধপুরের আদালত। সেই রায়ের পরবর্তী অংশে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাকী দুই দোষী সাব্যস্ত সঙ্গী শিল্পী ও শরদকে ২০ বছরের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। [টোঙ্গাওয়ালা থেকে স্বঘোষিত গডম্যান, ধর্ষক আসারামের জীবন হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও]

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারাম বাপুর

এদিন রায় ঘোষণার আগে থেকেই জোধপুর আদালতের বাইরে কড়া প্রহরা বসিয়ে দেওয়া হয়। বিশাল পরিমাণে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। রায় ঘোষণার পরে জেলের বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আসারামের মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ে তারা হতাশ। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। আসারাম সব বাকী দুই দোষীকে বিচারক ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন।

সকালে রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা জোধপুর আদালতের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, বিচারব্যবস্থার উপরে আমাদের আস্থা ছিল। আমরা বিচার পেয়ে খুশি। গত চারমাস ধরে আমরা পরিবার নিয়ে রাস্তায় বেরোতে পারিনি। আমাদের হুমকি দেওয়া হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তবে এদিনের রায় আসারামের বিরুদ্ধে যাওয়ায় আমরা খুশি।

২০১৩ সালে এক ষোড়শী কিশোরী জোধপুরের আশ্রমে আসারামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে। পকসো আইনে পুলিশ মামলা করে। এছাড়াও তপশিলি জাতি-উপজাতির উপরে অত্যাচার বন্ধের আইন মেনেও মামলা হয়। ইন্দোর থেকে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আসারামকে গ্রেফতার করে জোধপুরে আনা হয়। সেই মামলার রায়েই এদিন সাজা শোনাল আদালত। এবার বাকী জীবন জেলেই কাটাতে হবে আসারাম বাপুকে।

English summary
Asaram Bapu gets life term; 2 other convicts given 20 years in jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X