For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশবাবুর থেকে দূরে থাকুন! বিহারের মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ সম্পর্ক লালু যাদবকে সতর্কবাণী অমিত শাহের

নীতীশবাবুর থেকে দূরে থাকুন! বিহারের মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ সম্পর্ক লালু যাদবকে সতর্কবাণী অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

বিহার সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পূর্ণিয়ায় দলীয় সভায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার লক্ষে লালু প্রসাদ যাদবের কোলে বসেছেন তিনি। এইভাবেই নীতীশ কুমারক বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেছেন অমিত শাহ।

অমিত শাহ। নীতীশ কুমার কি প্রধানমন্ত্রী হতে পারবেন

দুদিনের সফরে বিহারে গিয়েছেন অমিত শাহ। সেখানেই এদিন তিনি অভিযোহ করেন, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবের কোলে বসার জন্য বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরও বলেছেন, সীমাঞ্চল নীতীশ কুমারকে উপযুক্ত জবাব দেবে। তাঁর প্রশ্ন নীতীশ কুমার রাজনৈতিক জোট পরিবর্তন করে কি প্রধানমন্ত্রী হতে পারবেন? অমিত শাহ বলেছেন, বিহার যদি ২০২৪-এ বিজেপির পক্ষে রায় দেয়, তাহলে ২০২৫-এ বিহারের বিজেপির সরকার তৈরি হবে।

বিহারের মানুষ চেনে

বিহারের মানুষ চেনে

অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু লোকসভার ভোট সামনে আসতেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অমিত শাহ বলেছেন, বিহারের মানুষ নীতীশ কুমারকে চিনে গিয়েছেন। কেননা নীতীশ কুমার বিহারের ভোটদাতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

ভবিষ্যতেও বিশ্বাসঘাতকতা করবেন

ভবিষ্যতেও বিশ্বাসঘাতকতা করবেন

নীতীশ কুমারের হাত মেলোনো নিয়ে অমিত শাহ লালু যাদবকে সতর্ক করেন। বলেন, ভবিষ্যতে তাঁকে ছেড়ে কংগ্রেসের কোলে বসবেন নীতীশ কুমার। অমিত শাহ বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী সবার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। সমাজতন্ত্রী নেতা জর্জ ফার্নান্ডেজ অসুস্থ হতেই তাঁকে সরিয়ে সমতা পার্টির জাতীয় সভাপতি হয়েছিলেন নীতীশ কুমার। এরপর লালু যাদবের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।
নীতীশ কুমারের উদ্দেশে অমিত শাহ প্রশ্ন করেছেন, যিনি পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে অনেক কথা বলতেন, এখন তিনি কী বলবেন? অমিত শাহ আরও বলেছেন, নীতীশ কুমার কংগ্রেস বিরোধী রাজনীতির পিছে ছুরিকাঘাত করে আরজেডি ও কংগ্রেসের কোলে বসেছেন।

মোদীর শাসনে চিন্তা নেই

মোদীর শাসনে চিন্তা নেই

নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছাড়ার পর প্রথম বিহার সফরে এসে অমিত শাহ বলেছেন, জেডিইউ এবং আরজেডির জোট বলছে, তিনি (অমিত শাহ) অশান্তি ছড়াতে এসেছেন। কিন্তু অমিত শাহ বলেছেন তিনি অশান্তি ছড়াতে সেখানে যাননি। লালু যাদবই এর জন্য যথেষ্ট বলে কটাক্ষ করেছেন অমিত শাহ। লালুজির কোলে নীতীশ কুমার বসার পরে তিনি বলতে এসেছেন, সীমান্তের জেলাগুলি ভারতের অংশ। প্রধানমন্ত্রী মোদীর শাসনে এব্যাপারে চিন্তার দরকার নেই বলেও মন্তব্য করেন অমিত শাহ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, নীতীশ কুমার আরজেডির সঙ্গে সরকার গঠনের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত হয়েছে।


বিহারের পূর্ণিয়ায় সভার করার পরে অমিত শাগ যান কিষাণগঞ্জে। সেখানে তিনি সাংসদ, বিধায়ক, এমএলসি এবং সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন।

 শহরে দুর্গাপুজোর উদ্বোধনে মিঠুন, বড় চমক বিজেপির</a><a href=" title=" শহরে দুর্গাপুজোর উদ্বোধনে মিঠুন, বড় চমক বিজেপির" /> শহরে দুর্গাপুজোর উদ্বোধনে মিঠুন, বড় চমক বিজেপির

English summary
Amit Shah says Lalu Yadav to stay away from Bihar CM Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X