For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন শরিক আকালি প্রধান প্রকাশ সিংকে ফোন মোদীর!কৃষি আন্দোলনের ধুন্ধুমার পরিস্থিতির মাঝে কোন জল্পনা

প্রাক্তন শরিক আকালি প্রধান প্রকাশ সিংকে ফোন মোদীর!কৃষি আন্দোলনের ধুন্ধুমার পরিস্থিতির মাঝে কোন জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ভারত বনধের দিন দেশের বিভিন্ন প্রান্তে যখন কৃষকরা প্রবল ক্ষোভ বুকে নিয়ে বনধের রাস্তায় নেমেছেন, তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ফোন গেল সুদূর পাঞ্জাবে । বিজেপির হাত ছেড়ে সদ্য বেরিয়ে যাওয়া শিরোমনি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদলকে মোদী এদিন ফোন করেন।

কৃষি আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

কৃষি আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

পাঞ্জাবে বিজেপির শরিক দল শিরোমনি আকালি দল বহুদিন ধরেই এনডিএর হাত শক্ত করেছে। তবে কৃষি বিল প্রত্যাহারের দাবি সামনে রেখে এনডিএর অন্দরমহলের ফাটলকে স্পষ্ট কের সেই দলই ছেড়েছে দ্বিতীয় মোদী সরকারের হাত। ঘটনার পর থেকে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে তালে তাল মিলিয়ে কার্যত কৃষক আন্দোলেনের ময়দান সরগরম করছে শিরোমনি আকালি দল। এমন এক পরিস্থিতিতে এদিন মোদীর ফোন আকালি নেতা প্রকাশ সিংকে।

 বাদল পরিবারে মোদীর ফোন কেন?

বাদল পরিবারে মোদীর ফোন কেন?

মূলত, এদিন প্রকাশ সিং বাদলের জন্মদিন। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে মোদী এদিন ফোন করেন। ৯৩ বছর বয়সী প্রকাশ সিং বাদল ভারত বনধের আগের রাতেই প্রধানমন্ত্রী চেয়ারে থাকা মোদীকে কড়া ভাষায় একটি চিঠি লেখেন কৃষক আন্দোলন নিয়ে। এরপরদিনই মোদীর এই কূটনীটি রীতিমতো প্রাসঙ্গিক।

 পদ্মভূষণ ফের থেকে মোদীকে তোপের পরও ফোন!

পদ্মভূষণ ফের থেকে মোদীকে তোপের পরও ফোন!

এর আগে প্রকাশ সিং বাদল নিজের পদ্মভূষণ ফেরত দিতে চান কৃষক আন্দোলনের প্রতিবাদে। এছাড়াও নিজের চিঠিতে মোদীকে তিনি টার্গেটে রেখে প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর যুগের কথা উল্লেখ করেন।

 এদিকে ময়দানে অমিত শাহ

এদিকে ময়দানে অমিত শাহ

এদিকে, কৃষকদের অসন্তোষ ঘিরে যখন পরিস্থিতি তুঙ্গে উঠতে শুরু করেছে, তখন ময়দানে নামছেল অমিত শাহ। এদিন কৃষকদের অভাব অভিযোগ শুনতে মন্ত্রিসভার বৈঠকের আগে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা

English summary
Amid Farmer agitation row PM Modi Dials Ex-Ally Parkash Badal To Wish Him On Birthday .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X