For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা

মিছিলে লোক নেই! পাবলিসিটি করতে লোক মারছে বিজেপি, বিস্ফোরক মমতা

  • |
Google Oneindia Bengali News

সোমবার বিজেপির (bjp) উত্তরকন্যা অভিযানে গুলির আঘাতে মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশের তরফে এদিন জানানো হয়েছে বিক্ষোভকারীদের কেউ শটগান এনেছিলেন। Sofv রানিগঞ্জের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দাবি করলেন পাবলিসিটি করার জন্য নিজেদের কর্মীকে মেরেছে বিজেপি।

নিজেদের লোক মারে বিজেপি

নিজেদের লোক মারে বিজেপি

এদিন একাধিকবার মুখ্যমন্ত্রী মুখে উঠে এসেছে সোমবার শিলিগুড়িতে বিজেপি কর্মীর গুলিতে মৃত্যুর কথা। তবে তিনি কোথাও শিলিগুড়ির কথা উল্লেখ করেনননি। কোথাও তিনি বলেছেন, নিজেরা মিছিল করে লোক মারে। আবার কোথাও তিনি বলেছেন, পাবলিসিটি করার জন্য ছররা গুলি দিয়ে একজনকে মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি বিজেপির কর্মসূচিতে লোক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে।

 রাজ্য পুলিশের টুইট

রাজ্য পুলিশের টুইট

এদিন সকালে রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, উলেন রায়ের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের গুলি, বন্দুক কোনওটাই পুলিশ ব্যবহার করে না। তাই ধরেই নেওয়া যায় সোমবার শিলিগুড়িতে বিক্ষোভের সময় কেউ সশস্ত্র অবস্থায় এসেছিলেন এবং সেই গুলি চালিয়েছে। পুলিশের টুইটে আরও বলা হয়েছে, খুব কাছ থেকে এই গুলি করা হয়েছিল। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টায় ছিল কেউ কেউ। সিআইডিকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে বলে জানানো হয়েছে টুইটে।

রাজ্য পুলিশের পাশে তৃণমূল

রাজ্য পুলিশের পাশে তৃণমূল

তবে বিষয়টি নিয়ে স্বাভাবিক নিয়মেই রাজ্য পুলিশের পাশে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তথা দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, পুলিশ জানিয়েছে, তারা ছররা গুলি ব্যবহার করেনি, সত্য খুঁজে বের করবে সিআইডি। এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলন করে সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, সবদিক বিবেচনা করে অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি জানাচ্ছেন পুলিশের তরফে কোনও গুলি চালানো হয়নি।

বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ বিষয়টিকে ধামাচাপা দিতে, পরিবারকে রাতারাতি দেহ বাড়ি নিয়ে যেতে চাপ দেওয়া হয়। পাশাপাশি সাদা কাগজে পুলিশের লেখা বয়ানে পরিবারের লোকেদের সই করতে বাধ্যা করা হয় বলেও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে পোস্ট মর্টেম করা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, ময়নাতদন্ত করতে হয় দুই চিকিৎসকের উপস্থিতিতে। এক্ষেত্রে তারা আরও একজন চিকিৎসকের উপস্থিতি দাবি করেছিলেন। সঠিকভাবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা সেই প্রশ্ন তুলে ফের ময়নাতদন্তের দাবিতে সুর চড়িয়েছেন তিনি।

রাতের অন্ধকারে পোস্টমর্টেম, তাড়াতাড়ি দেহ নিতে চাপ! বিজেপি কর্মী ময়নাতদন্ত নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সায়ন্তনেররাতের অন্ধকারে পোস্টমর্টেম, তাড়াতাড়ি দেহ নিতে চাপ! বিজেপি কর্মী ময়নাতদন্ত নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সায়ন্তনের

English summary
Mamata Banerjee criticises BJP for for demise of Ulen Roy in Siliguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X