For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ৩৩০ কেজি ঝরিয়ে আবু ধাবি ফিরে যাচ্ছেন ইমান আহমেদ : মুম্বইয়ের উপহার গ্রীন করিডোর

৮৩ দিনের পর ফের একবার মুম্বইয়ের বিমানবন্দরে ইমান আহমেদ। তফাৎ একটাই আজ তিনি ৩৩০ কেজি ঝরিয়ে বিশ্বের সবচেয়ে ভারি মহিলার তকমা খুইয়ে ফিরে যাচ্ছেন আবু ধাবি। আর তাই ঘিরে বিমানবন্দরে আলোকচিত্রী-মিডিয়ার ভিড়।

Google Oneindia Bengali News

মুম্বই, ৪ মে : ৮৩ দিনের পর ফের একবার মুম্বইয়ের বিমানবন্দরে ইমান আহমেদ। তফাৎ একটাই আজ তিনি ৩৩০ কেজি ঝরিয়ে বিশ্বের সবচেয়ে ভারি মহিলার তকমা খুইয়ে ফিরে যাচ্ছেন আবু ধাবি। আর তাই ঘিরে বিমানবন্দরে আলোকচিত্রী-মিডিয়ার ভিড়। বিশেষ অ্যাম্বুল্য়ান্সে করে মুম্বই পুলিশের তত্ত্বাবধানে গ্রীন করিডোরের সাহায্যে ইমানকে পৌঁছে দেওয়া হল বিমানবন্দরে।[ওজন কমাতে মিশরের ৫০০ কেজির ইমান আহমেদ এসে পৌঁছলেন মুম্বইয়ে]

ফেব্রুয়ারি ১১ থেকে মুম্বইয়ের সাইফি হাসপাতালে চিকিৎসারত ছিলেন ইমান। ৫০০ কেজি ওজনের ইমানকে চিকিৎসার জন্য মিশর থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়েছিল। প্রায় তিন মাসের চিকিৎসার পর পরবর্তী ধাপের চিকিৎসার জন্য মুম্বইয়ের হাসপাতাল থেকে আবু ধাবির ভুরজিল হাসপাতালে পাঠানো হচ্ছে ইমানকে। ২৯ পাতার কেস ফাইল ইতিমধ্যে ভুরজিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।[৩ সপ্তাহে ১০৮ কেজি ঝরল ৫০০ কেজির ইমান আহমেদের!]

ভারতে ৩৩০ কেজি ঝরিয়ে আবু ধাবি ফিরে যাচ্ছেন ইমান আহমেদ : মুম্বইয়ের উপহার গ্রীন করিডোর

বুধবার সাইফি হাসপাতালে একটি সাংবাদিক সম্মেলনে হাসপাতালের তরফে বলা হয়, ইমানের বোন হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারপরও ইমানের মেডিক্যাল টিমের কোনও অভিযোগ নেই। ইমানের বোনরে ভুল ক্ষমা করে দেওয়া হয়েছে।[বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ইমান আহমেদ ২ মাসে ২৪২ কেজি ওজন কমিয়েছেন]

ইমানের চিকিৎসক ডাঃ মুজাফ্ফল লাকড়াওয়ালা নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "ইমানকে ভুলতে পারব না. জানি, ইমানও আমাকে মনে রাখবে। দুজনেই দুজনের অভাব বোধ করব।"[অস্ত্রোপচারের পর ইমান আহমেদের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক দাবি বোনের, অভিযোগ অস্বীকার চিকিৎসকের]

English summary
After 330kg weight loss, Eman Ahmed flies to Abu Dhabi today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X