For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমদানিকৃত প্রায় ৬৭ শতাংশ খেলনা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক

আমদানিকৃত প্রায় ৬৭ শতাংশ খেলনা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ভারতের কোয়ালিটি কাউন্সিল বা কিউসিআই এর একটি সমীক্ষায় দেখা গেছে বিদেশ থেকে আমদানি করা প্রায় ৬৭% খেলনা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিদেশ থেকে আমদানি করা কোনও দ্রব্য বাজারে ছাড়ার আগে কিউসিআই সেগুলিকে পরীক্ষা করে।

আমদানিকৃত প্রায় ৬৭ শতাংশ খেলনা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক


সমীক্ষায় দেখা যাচ্ছে, আমদানিকৃত খেলনা গুলির ৬৬.৯০ শতাংশ পরীক্ষায় ব্যর্থ হয়েছে এবং মাত্র ৩৩.১০ শতাংশ খেলনা সমস্ত পরীক্ষায় সফল হয়ে সুরক্ষিত ও ব্যবহারযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে। খেলনা গুলির প্রায় ৮৫% চীন ছাড়াও মালয়েশিয়া, হংকং, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। কিউসিআই-সভাপতি আরপি সিং বলেছেন যান্ত্রিক পরীক্ষায় ব্যর্থ খেলনাগুলি শিশুদের ত্বকের পক্ষে ক্ষতিকারক।

তিনি আরও জানান, "বিভিন্ন বন্দর গুলিতে যে সমস্ত চালান আসে, সেগুলির প্রত্যেকটির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে অনুমোদন না মেলা পর্যন্ত খেলনা গুলি বাজারে চালান করা হবেনা। অন্যথায় সেগুলিকে পুনরায় নির্মাতাদের কাছে ফেরত পাঠানো হবে অথবা নষ্ট করে ফেলা হবে"।

নাগরিকত্ব আইন বিরোধী অভিনব প্রতিবাদে সামিল কেরলের যুগল নাগরিকত্ব আইন বিরোধী অভিনব প্রতিবাদে সামিল কেরলের যুগল

English summary
about 67 percent of imported toys are harmful for children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X