For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Joining in BJP: সরকার গঠনের আগে একাধিক আপ বিধায়কের বিজেপি-যোগ! দল পরিবর্তন অস্বীকার একজনের

সোমবার শপথ নেবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তবে তার আগেই গুজরাতে বিধায়ক সংখ্যা বাড়িয়ে নিল বিজেপি। এদিন গুজরাতের নব নির্বাচিত আপ বিধায়ক ভূপত ভায়ানি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি জুনাগড়ের ভিসাভাদার থেকে

  • |
Google Oneindia Bengali News

সোমবার শপথ নেবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তবে তার আগেই গুজরাতে বিধায়ক সংখ্যা বৃদ্ধি নিয়ে জল্পনা গেরুয়া শিবিরে। বিজেপির দাবি একাধিক আপ বিধায়ক তাদের সঙ্গে যোগযোগ করেছেন। জুনাগড়ের ভিসাভাদার থেকে নির্বাচিত আপ বিধায়ক ভূপত ভায়ানিকে নিয়ে জল্পনা তৈরি হলেও তিনি নিজের দল পরিবর্তনের কথা অস্বীকার করেছেন।

সোমবার নতুন বিজেপি সরকারের শপথ

সোমবার নতুন বিজেপি সরকারের শপথ

সোমবার গুজরাতে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে। এনিয়ে পরপর সাতবার বিজেপি রাজ্যে ক্ষমতায়। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। এরই মধ্যে দলবদল জল্পনা তীব্র হয়ে উঠেছে গুজরাতে। তবে সম্ভাবনার তালিকায় এখনও পর্যন্ত আপ বিধায়কদের নাম নিয়েই আলোচনা চলছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

দল পরিবর্তনের কথা অস্বীকার

দল পরিবর্তনের কথা অস্বীকার

এদিন সকাল থেকে গুজরাতের জুনাগড় জেলার ভিসাভাদার থেকে আপের টিকিটে নির্বাচিত ভূপত ভায়ানির দলবদস জল্পনা তীব্র হয়ে ওঠে। যদিও তিনি সংবাদ মাধ্যমের কাঠে নিজের দলবদলের কথা অস্বীকার করেছেন।

 ১২.৯৩% ভোট পেয়ে পাঁচটি আসন আপের

১২.৯৩% ভোট পেয়ে পাঁচটি আসন আপের

এবার গুজরাতের বিধানসভা নির্বাচনে আপ পাঁচটি আসন দখল করে। বিজেপি পায় ১৫৬ টি, কংগ্রেস ১৭ টি এবং নির্দল ও সমাজবাদী পার্টি যথাক্রমে ৩ ও ১ টি আসন পায়। শতাংশের নিরিখে আপ পায় ১২.৯৩ শতাংশ ভোট। যেখানে কংগ্রেস পায় ২৭.২৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৫২.৫০ শতাংশ ভোট। নির্বাচনী প্রচারে আপ নিজেদের বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেস ভোট কেটেছে আপ। বিজেপিকে গুজরাতে ঐতিহাসিক জয় পেতেও সাহায্য করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে এই ফলে খুশি আপ। তারা বলছে, এফ ফল কেজরিওয়ালের সৎ রাজনীতির জয়। এর আগে তারা বছরের শুরুতে পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয় পায়। তারপরেই তারা গুজরাত ও হিমাচল প্রদেশের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে। হিমাচলে সুবিধা করতে না পারলেও গুজরাতে তারা কংগ্রেসের যাত্রা ভঙ্গ করেছে। আপ জানিয়েছে, আগামী বছর তারা ছত্তিশগড়, কর্নাটক, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছে।

 কংগ্রেসের রেকর্ড ভেঙে বিজেপির জয়

কংগ্রেসের রেকর্ড ভেঙে বিজেপির জয়

১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস গুজরাতের ১৮২ টি আসনের মধ্যে সব থেকে বেশি ১৪৯ টি আসন দখল করেছিল। সেক্ষেত্রে এবার বিজেপির জয় সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বিজেপি একদিকে যেমন কংগ্রেসের করা ৩৭ বছরের রেকর্ড ভেঙেছে, অন্যদিকে তারা নিজেদের সর্বোচ্চ ১২৭ আসন জয়ের রেকর্ডও ভেঙেছে।

ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি! নির্বাচনের মুখে গুরুদায়িত্ব ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি! নির্বাচনের মুখে গুরুদায়িত্ব

English summary
AAP MLA from Visavadar in Gujarat, Bhupat Bhayani joins BJP before CM takes oath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X