For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শরণার্থীদের জায়গা দিলে অনুপ্রবেশকারীদের বার করতে হবে', রাজ্যসভায় শিবসেনার বার্তা বিজেপিকে

'শরণার্থীদের জায়গা দিলে অনুপ্রবশকারীদের বের করতে হবে', রাজ্যসভায় শিবসেনার বার্তা শাহদের দিকে

  • |
Google Oneindia Bengali News

টানটান উত্তেজনার মধ্যে এদিন রাজ্যসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। লোকসভায় এই বিলের সমর্থনে ৩১১ জন সাংসদ ছিলেন। ফলে সহজেই পাশ হয়েছে বিল। এবার রাজ্যসভায় বৈতরণী পার করার জন্য কোমর বেঁধে নেমেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। এদিন ভোট জয়ের ম্যাজিক ফিগার ১১৯ টি । কারণ ৪ জন সাংসদ ইতিমধ্যেই অসুস্থতার জেরে অনুপস্থিত। এমন পরিস্থিতিতে রাজ্যসভায় শিবসেনার পক্ষের ভোট বিজেপির কাছে রীতিমতো প্রাসঙ্গিক। আর সেই শিবসেনা রাজ্যসভায় কোন অবস্থান নিল দেখে নেওয়া যাক।

 সঞ্জয় রাউতের প্রশ্ন

সঞ্জয় রাউতের প্রশ্ন

এদিন রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ হতেই শিবসেনার তরফে বক্তব্য রাখতে ওঠেন সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তোলেন, যেভাবে অই বিলের আওতায় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরনার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে তাতে আগামী দিনে তাঁদের নিয়ে রাজনীতি হবে না তো?

 অনুপ্রবেশকারী ও রিফিউজি প্রসঙ্গ

অনুপ্রবেশকারী ও রিফিউজি প্রসঙ্গ

বিজেপি সরকারের প্রাক্তন জোটসঙ্গী শিবসেনার তরফে সঞ্জয় রাউত দাবি তোলেন, যদি শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে হবে। আর তা বিল-এ নিশ্চিত করা রয়েছে কিনা সেবিষয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত।

ভোটাধিকার ও নাগরিকত্ব বিলে নেয় শিবসেনার প্যাঁচ

ভোটাধিকার ও নাগরিকত্ব বিলে নেয় শিবসেনার প্যাঁচ

বিজেপির মতোই হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিতি রয়েছে শিবসেনার। সেই নিরিখে শিবসেনার তরফে এদিন রাজ্য সভায় বলা হয়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে তা তাঁরাও মানছেন। তবে , যাঁদের এই দেশে আনা হচ্ছে 'শরণার্থী' হিসাবে, তাঁদের যেন ভোটাধিকার না দেওয়া হয় আগামী ২৫ বছর। নয়তো গোটা বিষয়টি রাজনীতির রূপ নেবে।

রাজ্যসভায় শিবসেনার ইউ টার্ন

রাজ্যসভায় শিবসেনার ইউ টার্ন

প্রসঙ্গত, এর আগের দিন লোকসভায় নাগরিকত্ব ইস্যুতে বিল পেশের সময় বিজেপির জোট সরকারের সমর্থনে ছিলেন ৩১১ জন সাংসদ। সেদিন বিজেপির পাশেই ছিল শিবসেনা। তবে রাজ্যসভায় কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেল শিবসেনা। মহারাষ্ট্রে কংগ্রেসের বর্তমান জোটসঙ্গী শিবসেনা এদিন বিজেপি বিরোধিতাতে মুখর হয়।

 মহারাষ্ট্র অঙ্ক ও শিবসেনা-বিজেপি সম্পর্ক

মহারাষ্ট্র অঙ্ক ও শিবসেনা-বিজেপি সম্পর্ক

প্রসঙ্গত, গত কয়েক সপ্তহে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি ও শিবসেনার দীর্ঘ দিনের আঁতাত বিচ্ছিন্ন হয়। শিবসেনা হাত ধরে কংগ্রেসের। আর সেই কংগ্রেসের সঙ্গে মিলেই এদিন রাজ্যসভায় বিজেপি বিরোধিতায় মাততে দেখা যায় শিবসেনাকে।

English summary
2019 Citizenship amendment bill, Sanjay Raut asks Will refugees who get citizenship become voters .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X