For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হত্যার ঘটনায় জল ঢালার চেষ্টা! আনিস খানের বাড়িতে কার নির্দেশে, বিস্ফোরক দাবি গ্রেফতার ২ পুলিশকর্মীর

পুলিশ সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল, গত শুক্রবার রাতে হাওয়ায় আনিস খানের (Anish Khan) বাড়িতে গিয়েছিল পুলিশই। এদিন বুধবার গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মী এদিন স্পষ্টই জানান, থানা (police station) এবং ওসির (Officer in Charge)

  • |
Google Oneindia Bengali News

পুলিশ সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল, গত শুক্রবার রাতে হাওয়ায় আনিস খানের (Anish Khan) বাড়িতে গিয়েছিল পুলিশই। এদিন বুধবার গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মী এদিন স্পষ্টই জানান, থানা (police station) এবং ওসির (Officer in Charge) নির্দেশেই তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন। এদিন দুজনকে উলুবেড়িয়া (Uluberia)আদালতে (court) হাজির করানো হয়। আদালতের যাওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নেই উত্তরে ওই দুই পুলিশকর্মী একথা জানিয়েছেন।

কার নির্দেশে

কার নির্দেশে

শুক্রবার গভীর রাতে আনিস খানের বাড়িতে গিয়েছিল পুলিশই। একজন খাঁকি পোশাকে আর বাকি তিনজন সিভিক ভলান্টিয়ারের পোশাকে ছিলেন। প্রথম থেকেই দাবি করে আসছিলেন আনিসের বাবা সালেন খান। যদিও শাসকদলের তরফে বিষয়টিতে আমল দেওয়া হয়নি। রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথম দিনেই ঘটনাটিকে দুঃখজনক বললেও, পিছনে বহিরাগত তত্ত্ব খাঁড়া করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দুয়েক পর থেকেই যখন আনিসের পরিবার কড়া অবস্থান নে এবং আন্দোলন জোরদার হতে শুরু করে সেই সময়ই পুলিশের তরফ থেকে ইঙ্গিত মেলে সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশই। মঙ্গলবার সকালে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ একজন এএসআই-সহ তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। আর তার ২৪ ঘন্টা পরেই তাঁদের মধ্যে থেকে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁদের উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। তবে তার আগে আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তারা দাবি করেন থানার নির্দেশেই তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন সেই রাতে। থানার ঠিক কার নির্দেশে, সেই সময় তাঁরা বলেন ওসির নির্দেশে। তাঁদের বাড়িতে যে শুক্রবার রাতে পুলিশ এসেছিল, সেসম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আনিসের বাবা প্রশ্ন করেছিলেন, কার নির্দেশে তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল।

বলির পাঁঠা করা হচ্ছে

বলির পাঁঠা করা হচ্ছে

গ্রেফতার হওয়া দুই পুলিশকর্মীর আরও দাবি তাঁদেরকে এই ঘটনায় বলির পাঠা করা হচ্ছে। এই ঘটনায় তাঁদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন ওই দুই পুলিশকর্মী। বুধবারই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয়েছিল নিচুতলার পুলিশকর্মীদের শাস্তি গিয়ে বিষয়টিকে ধামা চাপা দেওয়া হচ্ছে। অন্যদিকে গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রীও ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন। তাঁর জামাইবাবু বলেছিলেন, ওপর মহলের নির্দেশ না থাকলে হোমগার্ডরা কোথাও যেতে পারেন না।

আনিসের মৃত্যু কীভাবে জানেন না

আনিসের মৃত্যু কীভাবে জানেন না

তবে তাঁরাই কি আনিসকে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন, প্রশ্নের উত্তরে ওই দুই পুলিশকর্মী জবাব দেন, আনিসের মৃত্যু কীভাবে তাঁরা তা জানেন না। তবে আনিস খানের হত্যার তদন্তে জল ঢালার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এদিন অবশ্য পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আনিস হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।

ভবানীভবনে তলব

ভবানীভবনে তলব

বুধবার ভবানীভবনে আরটি ভ্যানের পুলিশ কর্মীদের একদফা জেরার পর ফের এদিন আরও একবার জেলা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে আমতা থানার ওসিকে এদিন ভবানীভবনে তলব করা হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ এই ঘটনায় পুলিশে ওপর তলার অনেকেই জড়িয়ে।

ইউক্রেনে সামরিক অভিযান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের! ১০টি গুরুত্বপূর্ণ তথ্যইউক্রেনে সামরিক অভিযান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের! ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

English summary
Two arrested police in Anish Khan case claims OC of Amta send them to go to their house on friday night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X