For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস! আলাদা হয়ে গেল দুটি কামরা

বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস! দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই বড়সড় বিপত্তি। প্রবল শব্দ করে খুলে গেল ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্

  • |
Google Oneindia Bengali News

বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস (ispat express) ! দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই বড়সড় বিপত্তি (Train Accident)। প্রবল শব্দ করে খুলে পড়ে যায় ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যেও।

আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন। অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই ওই লাইনে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়ে বলে খবর।

হঠাত করেই খুলে যায় ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং

হঠাত করেই খুলে যায় ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং

জানা যাচ্ছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। এরপর সেটি গিয়ে থামে সাঁতরাগাছি স্টেশন। সেখানেও একাধিক যাত্রী ওঠে। আর সেখান থেকে ছাড়ার কিছুক্ষণ পড়েই দুর্ঘটনার কবলে পড়ে ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসটি। একেবারে চলন্ত অবস্থাতে হঠাত করেই খুলে যায় ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং। মূল ট্রেনটি থেকে আলাদা হয়ে ২টি কামরা। ইঞ্জিন সহ বাকি কামরাগুলি সেভাবেই অনেকটা এগিয়ে যায় বলে খবর। আর এই ঘটনা সামনে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়।

ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়। প্রাথমিক অনুমান, কাপলিং ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা । তবে ঘটনার সময়ে ট্রেনের গতি খুবই কম ছিল। আর সেই কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন রেল আধিকারিকরা। কিন্তু ট্রেন ছাড়ার আগে গোটা গাড়ি পরীক্ষা করে দেখা হয়। কিন্তু এরপরেও কীভাবে কাপলিঙ্গ ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার দায় কার সে বিষয়েও রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Recommended Video

কাপলিং খুলে বিপত্তি ইস্পাত এক্সপ্রেসে! |OneIndia Bengali
ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

অন্যদিকে ঘটনার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন রেলের যাত্রীরা। যাত্রী সাচ্ছন্দের দিকে নজর দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের। একমাত্র ভগবানের কৃপার জন্যে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি যাত্রীদের। তবে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে রেল। যুদ্ধকালীন তৎপরতায় কাপলিঙ্গ সারানোর কাজ শুরু হয়েছে। এছাড়াও নতুন বগি নিয়ে আসা হচ্ছে। আর সেগুলিকে লাগিয়ে নতুন করে ফের ওডিশার দিকে যাবে ইস্পাত এক্সপ্রেস।

তবে এই ঘটনার পর অস্বাভাবিক দেরিতে চলছে ইস্পাত এক্সপ্রেস। এমনটাই জানা যাচ্ছে।

English summary
Ispat express faces trouble in santragachhi, west Bengal as coupling disorder, two coaches separated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X